এই মুহূর্তের সবচেয়ে বড় খবর- নিজের যৌনাঙ্গ কেটে সংশোধনাগারের বন্দি যে ভয়ানক কাণ্ড ঘটালেন

Main রাজ্য
শেয়ার করুন

Published on: নভে ১, ২০১৮ @ ০৯:৩৪

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                          ছবি-বাপন ঘোষ

এসপিটি নিউজ, মেদিনীপুর, ১ নভেম্বরঃ কিছুদিন আগেই এক বিশেষ সমীক্ষা রিপোর্টে সংশোধনাগারগুলির অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন সমীক্ষকরা। মেদিনীপুর সংশোধনাগারের ঘটনা তারই সত্যতা প্রমাণ করল। ধারাল কিছু দিয়ে নিজের যৌনাঙ্গ কেটে এক বন্দি আত্মঘাতী হওয়ার চেষ্টা করল।সুরক্ষিত সংশোধনাগারে এমন ঘটনায় রীতিমতো অস্বস্তিতে কারা দফতর। কারাবন্দিদের নিরাপত্তা নিয়ে তুলে দিল হাজারও প্রশ্ন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন উত্তরবঙ্গে সফররত। সেখানে গিয়েই তিনি শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে ব্যাঘ্র শাবক ইকার মৃত্যু সংবাদ পেয়েছেন। সেই খবরে তিনি বেশ মর্মাহত। তার জের কাটার আগেই আবারও এক দুঃসংবাদ। মেদিনীপুর সঙ্গশোধনাগারে এক বন্দি নিজের যৌনাঙ্গ কেটে আত্মহত্যার চেষ্টা করল।

তার নাম মুকুন্দ দোলুই।রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজে। ঘন্টাখানেক ধরে চলে অস্ত্রোপচার । শারীরিক অবস্থার অবনতি হলে মাঝরাতেই তাকে রেফার করা হয় কলকাতায় ।   বর্তমানে তার চিকিৎসা চলছে। প্রাথমিক তদন্তে যে টুকু জানা গেছে, বন্দির মানসিক অবস্থার জেরেই এমন কাণ্ড ঘটিয়েছে।

সূত্রের খবর, বিচারাধীন বন্দি মুকুন্দ দলুই এর বাড়ি চন্দ্রকোণায়। মানসিক অবসাদের জেরেই এমন ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান চিকিৎসকদের । ব্লেড জাতীয় কোনও ধারালো অস্ত্র দিয়ে যৌনাঙ্গ কাটা হয়েছে বলেও মনে করছেন চিকিৎসকরা ।

কিন্তু সংশোধনাগারে এমন নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে একজন বন্দি এমন ভয়ানক কাণ্ড ঘটাল কিভাবে? এই প্রশ্ন এখন কারা দফতরের কর্তাদের ঘোর অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। কারণ, তারা ভাল মতোই জানেন মুখ্যমন্ত্রী এর জবাব চাইবেন।তখন তারা কি উত্তর দেবেন। কিছুদিন আগেই জলপাইগুড়ি সংশোধনাগারেও এক বন্দির অস্বাভাবিক মৃত্যু ঘিরে অস্বস্তিতে পড়েছিল কারা দফতর।সেই ঘটনার এক মাসের মধ্যে আর ও ভয়ানক কাণ্ড ঘটে গেল মেদিনীপুর সংশোধনাগারে। কি জবাব দেবেন কারা দফতরের কর্তারা।

প্রশ্ন উঠছে, সংশোধনাগারগুলিতে একের পর এক কাণ্ড ঘটার ফলে বন্দিদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রশ্ন এক- ঐ বন্দির হাতে ধারাল বস্তুটি কিভাবে এল?

প্রশ্ন দুই- সংশোধনাগারে বন্দিদের নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীরা তখন কোথায় ছিল, কি করছিল?

প্রশ্ন তিন- সংশোধনাগারের ভিতর প্রতিদিন কি পরীক্ষা করে দেখা হয়ে যে সেখানে ঘাতক ধরনের বস্তু আছে কিনা?

প্রশ্ন চার- কোনও সিসিটিভির ফুটেজ কি হাতে পেয়েছে সংঅশোধনাগারর কর্তৃপক্ষ?

প্রশ্ন পাঁচ- এই ঘটনার পর বন্দিদের সুরক্ষায় কি ব্যবস্থা গ্রহণ করেছে কারা দফতর?

Published on: নভে ১, ২০১৮ @ ০৯:৩৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

87 − 80 =