East India TRAVMART: ভ্রমণ ও পর্যটন ব্যবসার প্রসারে বৈদিক ভিলেজে বিশেষ আয়োজন

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ১৬, ২০২৩ at ২৩:২০

এসপিটি নিউজ, কলকাতা, ১৬ সেপ্টেম্বর: ভ্রমণ ও পর্যটন ব্যবসায়ীদের নিয়ে নিউটাউনে বৈদিক ভিলেজে স্পা রিসর্টে ইস্ট ইন্ডিয়া ট্র্যাভমার্ট-এর আয়োজন করা হয়।নয়াদিল্লির একটি ভ্রমণ পত্রিকা এর আয়োজন করে।উদ্দেশ্য, স্থানীয় ট্যুর অপারেটর এবং ট্রাভেল এজেন্টদের মধ্যে নেটওয়ার্কিং বিজনেস-এর সুযোগ করে দেওয়া। গতকাল ১৫ সেপ্টেম্বর থেকে এটি শুরু হয়। আগামীকাল ১৭ সেপ্টেম্বর এই ইভেন্টের সমাপ্তি হবে বলে জানা গিয়েছে।

অংশগ্রহণকারী এক ট্রাভেল এজেন্ট জানিয়েছেন, প্রায় ২০০ জন এখানে অংশ নিয়েছে। প্রত্যেককে ২৭০০টাকা দিয়ে এখানে রেজিস্ট্রেশন করাতে হয়েছে। এখানে অংশ গ্রহণকারী ট্রাভেল ব্যবসায়ীরা তিনদিন বিজেনেস টু বিজনেস সেশনে অংশ নিয়েছে। বাংলায় সফল কয়েকজন ব্যবসায়ী তাদের এখানে ব্যবসা করার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। মুর্শিদাবাদের একজন হেরিটেজ ব্যবসায়ী যেমন তার অভিজ্ঞতার কথা বলেন ঠিক তেমনই একজন ক্রুজ ব্যবসায়ী বলেন তার অভিজ্ঞতার কথা। কিভাবে একটি ক্রুজ থেকে আজ তার ব্যবসার প্রসার লাভ ঘটেছে সেই কথা শেয়ার করেন সকলের সঙ্গে।

ট্রাভেল একেন্টস ফেডারেশন অব ইন্ডিয়ার কেন্দ্রীয় কমিটির সদস্য অনিল পাঞ্জাবি এসপিটি-কে বলেন- ভ্রমণ ব্যবসা এখন ক্রমশই শক্তিশালী হচ্ছে। তাছাড়া কলকাতার বাজার খুবই ভাল। তাই দেশ ও বিদেশের স্কলেরই নজর এখন আমাদের পশ্চিমবঙ্গের উপর। এখানকার বাজার ধরতে তাই ভারতের নানা প্রান্ত থেকে এখন ঘন ঘন বিভিন্ন সংস্থা এখানে ভ্রমণ ও পর্যটন ব্যবসার উপর নানা ধরনের ইভেন্টের আয়োজন করছে। এটি তেমনই একটি ইভেন্ট।

নাম প্রকাশ কতা যাবে না এই শর্তে বাংলার এক ভ্রমণপ্রেমী যিনি বছরে একাধিকবার দেশে ও বিদেসে ভ্রমণ করে থাকেন। রীতিমতো ক্ষোভের সুরে তিনি জানান, আমাদের বাংলায় পর্যটনের যা সুযোগ আছে সারা ভারতে তো বোতেই এমনকী বিদেশেও বহু দেশে এমন সুযোগ নেই। অথচ শুধুমাত্র এখানকার সরকারি অনীহা আর রাজনৈতিক মনোভাব সেই প্রয়াসকে একেবারে ধ্বংস করে দিয়েছে। যেখানে সরকারের পাঁচ বছরের মেয়াদের মধ্যে যদি বারে বারে পর্যটন মন্ত্রকের সচিব আর মন্ত্রী বদল হতে থাকে তাহলে পর্যটনের কাজটা হবে কিভাবে বলতে পারেন? আর আমাদের এই ডামাডোলের পূর্ণ সূযোগ নিয়ে যাচ্ছে অন্য রাজ্যগুলি। সেখাওঙ্কার রাজ্য পর্যটন দফতরের পাশাপাশি ছোট-বড় একাধিক পর্যটন ও ভ্রমণ বিষয়ক ব্যবসায়ী সংস্থাগুলি এরাজ্যে এসে এখান থেকে রাজস্ব তুলে নিয়ে চলে যাচ্ছে। আমাদের রাজ্যের কোনও সংস্থা বাইরের কোণও রাজ্যে গিয়েীই ভূমিকা পালন করতে পারবে? এখনও যদি সতর্ক না হয়ে তাহলে আমাদের রাজ্যের টাকা এভাবে অন্যরা নিয়ে চলে যাবে।বাংলার ট্রাভেল এজেন্টরাই পারে বাংলার ভ্রমণ ও পর্যটনকে তুলে ধরতে। শুধু সরকারের সহযোগিতার প্রয়োজন।

 

Published on: সেপ্টে ১৬, ২০২৩ at ২৩:২০

 


শেয়ার করুন