১৫ই জুলাই চাঁদে পাড়ি দিচ্ছে চন্দ্রযান-২, পৌঁছবে ৬ই সেপ্টেম্বর- জানাল ইসরো

Main দেশ স্বাস্থ্য ও বিজ্ঞান
শেয়ার করুন

Published on: জুন ১২, ২০১৯ @ ২৩:৫০

এসপিটি নিউজ ডেস্ক: ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো জানিয়ে দিল এবছর ১৫ই জুলাই চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান -২। মিশনের চূড়ান্ত অভিযান নিয়ে বেঙ্গালুরুতে সংস্থার সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানিয়ে দেন ইসরোর চেয়ারম্যান ড. কে সিভান।

ইসরোর চেয়ারম্যান ড. কে সিভান জানিয়েছেন ১৫ই জুলাই রাত ২টো ৫১ মিনিটে শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান-২ চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে। আর এই চন্দ্রযান-২ এ বছর ৬ই সেপ্টেম্বর তারিখে চাঁদে অবতরণ করবে।ইতিপূর্বে কিন্তু চারবার এই অভিযান বন্ধ হয়ে গেছে। শেষবার এই অভিযানের তারিখ ঠিক হয়েছিল ২৫-৩০ এপ্রিল। সেটাও পরে বন্ধ হয়ে যায়। কাজেই এবার এই অভিযান সফল করতে অত্যন্ত সতর্ক ইসরোর বিজ্ঞানীরা।

এই চন্দ্রযান-২ অভিযানে তিনটি অংশ আছে- আর্বিটর, ল্যান্ডার এবং রোভার।বলা হচ্ছে- আর্বিটর তার নিজস্ব কক্ষপথে চাঁদের চারিদিকে ঘুরবে। যে মুহূর্তে আর্বিটর চাঁদে পৌঁছবে সেই মুহূর্তে ল্যান্ডার অংশটি তা থেকে বেরিয়ে চাঁদের মাটি ছোঁবে। আর তখনই সেই ল্যান্ডারের ভিতর থেকে বেরিয়ে আসবে ছোট্ট গাড়ির মতো রোভার যন্ত্রটি। সেই মুহূর্তে পৃথিবী থেকে সংকেত পাঠাবেন ইসরোর বিজ্ঞাবনীরা। তারা চাঁদের মাটিতে রোভার যন্ত্রটিকে পৃথিবী থেকেই বিশেষ সংকেতের সাহায্যে গাড়ির মতো চালাবেন।

Published on: জুন ১২, ২০১৯ @ ২৩:৫০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 7 =