মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দিশা দেখিয়েছেন-জঙ্গলমহল উৎসবের উদ্বোধনে সেকথাই জানিয়ে দিলেন মন্ত্রী-সাংসদরা

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল                                          ছবি-বাপন ঘোষ

Published on: জানু ২৪, ২০১৯ @ ২২:৫৮

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ২৪ জানুয়ারিঃ একদিন যাদের কাছে বেঁচে থাকাটাই একটা বড় লড়াই ছিল এখন তারাই আজ স্বপ্ন দেখতে শুরু করেছে।আজ তারা উৎসবের আনন্দ নিতে পারছে। রোজগারের পথ খুঁজে পেয়েছে। আতঙ্ক চলে গেছে। আশার আলো দেখতে পাচ্ছে। ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারছে। বিনা পয়সায় পড়াশুনো করতে পারছে। আর এসবই সম্ভব হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। বৃহস্পতিবার জঙ্গলমহল উৎসবের উদ্বোধন করে এমনটাই শোনালেন সাংসদ উমা সোরেন ও মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

মাঠ ভর্তি ঢোল,ধমসা, আদিবাসী নাচের বোলের সঙ্গে সূচনা হল জঙ্গলমহল উৎসবের। প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়, সাংসদ ডাঃ উমা সরেন, পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী শান্তিরাম মাহাত। উপ্সথিত ছিলেন একাধিক নেতা আধিকারিকও।

অনুষ্ঠানের শেষে প্রায় ২০টি দলের হাতে ঢোল,ধমসা তুলে দেওয়া হয়। সারা মাঠ জুড়ে রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্প ও পরিসেবা বিভিন্ন স্টলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এছাড়াও প্রায় ১০টি স্বসহায়ক দল নিজেদের সামগ্রী নিয়ে পসরা বসিয়েছেন।

মঞ্চে সাংসদ বলেন- জঙ্গলমহলের মানুষের বেঁচে থাকার জন্য সব কিছু দিয়েছেন। জন্ম থেকে মৃত্যু, স্বপ্ন দেখার অধিকার সমস্তটাই দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মন্ত্রী পার্থচট্ট্যোপাধ্যায় সাংসদের কথার রেশ ধরে বলেন মুখ্যমন্ত্রী এখানের কোনো কিছুর অভাব রাখেননি। একসময় যারা পাতা, পিপড়া খেয়ে দিন কাটাতো তাদেরকে মুখ্যমন্ত্রী সামনের সারিতে নিয়ে এসেছেন। বহু কর্মসংস্থান করেছেন। যারা বাদ ছিলেন সেই সমস্ত মহিলারা তাদের কাছে এই মেলা আশীর্বাদ। ৩১ জানুয়ারি পর্যন্ত আটদিন চলবে এই উৎসব।

Published on: জানু ২৪, ২০১৯ @ ২২:৫৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

43 − 41 =