ইলিশ মাছ-ভাত খাইয়ে প্রান্তিক মানুষদের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দিলেন সম্রাট

রাজ্য
শেয়ার করুন

Published on: অক্টো ৮, ২০১৮ @ ২০:২৩

এসপিটি নিউজ, বারাকপুর, ৮ অক্টোবরঃ কথাতেই আছে-দান করা, মানুষকে সাহায্য করা, গরিব মানুষের মুখে হাসি ফোটানো এসবের মধ্যে একটা আলাদা তৃপ্তি আছে। বিশেষ করে উৎসবের সময় এটা আরও বেশি করে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। আজ মহালয়ার পুন্য লগ্নে বারাকপুরে প্রান্তিক মানুষদের নিয়ে আজ এমনঈ এক কর্মসূচি পালন করলেন সম্রাট তপাদার।তাদের নিয়ে ইলিশ উৎসব পালন করলেন। বসিয়ে ইলিশ মাছ-ভা্ত খাইয়ে শেষে তাদের হাতে পুজোর উপহার হিসেবে নতুন জামা-কাপড় তুলে দিলেন তিনি।

পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের শুরু হল  মহালয়ার মধ্যেমে সকাল থেকে মনটা শুধু উৎসব মূখর সবাই যখন আনন্দ উৎসবে সামিল তখনই সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ালেন সমাজসেবী সম্রাট তপাদার ।

সমাজের প্রান্তিক মানুষদের নিয়ে বারাকপুরের এক স্কুলে আয়োজন করলেন ইলিশ উৎসব যেখানে প্রায় হাজারখানেক মানুষ দুপুরের খাওয়া দাওয়া করলেন একসঙ্গে বসে এরপর তাদের হাতে নতুন জামাকাপড়ও তুলে দেন সম্রাট ।

সম্রাট তপাদারের এমন মহান উদ্যোগকে উৎসাহ দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অর্জুন সিং, পুরপ্রধান উত্তম দাস, বি.এন.বসু মহকুমা হাসপাতালে সুপার সুদীপ্ত ভট্টাচার্য্, রমেশ সাউ সহ বিশিষ্ট জনেরা।

সম্রাট তপাদার জানান, ‘এই জীবনে মানুষের চাহিদার শেষ নেই। ধন, দৌলত জিনিসপত্র, প্রতিষ্ঠা, সম্মান মানুষ যত পায় তত চায়… একমাত্র মানুষকে পাত পেরে খাওয়াতে গেলে মানুষ বলে “আর না এবার পেট ফেটে যাবে ।.. তাই প্রান্তিক মানুষদের পেট ভরে খাইয়ে তাদের পুজোর উপহার দিয়ে আজ মহালয়ার পূর্ণ লগ্নে পিতৃতর্পণ সারলাম।”

Published on: অক্টো ৮, ২০১৮ @ ২০:২৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

72 − 65 =