সাতসকালে দুবরাজপুরে দুটি লরির মুখোমুখি ধাক্কায় প্রাণ গেল ৬ শ্রমিকের

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল

এসপিটি নিউজ, ২৫ জানুয়ারিঃ সিউড়ি আসার পথে ভয়াবহ এক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৬ শ্রমিকের। আহত হয়েছে আরও ৬জন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে বীরভূম জেলার দুবরাজপুর থানার অন্তর্গত গোপালপুরে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর। দুটি লরির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, শুক্রবার সকালে বর্ধমান জেলার আউসগ্রাম থেকে একটি লরি ১২জন শ্রমিককে নিয়ে সিউড়ির উদ্দ্যেশ্যে ধান বোঝাই করতে আসছিলো। উল্টো দিক থেকে অন্য একটি পণ্য বোঝাই লরি জয়দেবের দিকে যাচ্ছিল। দুবরাজপুর থানার গোপালপুরের কাছে ৬০নং জাতীয় সড়কের উপর লরি দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনাস্থালে মৃত্যু হয় ৬জন শ্রমিকের,আহত হয় আরও ৬জন শ্রমিক।

আহত নিয়ামত শেখ জানান, ” আমরা ধান বোঝাই করার জন্য বর্ধমান থেকে সিউড়ির  আসছিলাম। গোপালপুরের কাছে উল্টো দিক থেকে আশা একটি গাড়ির সাথে মুখমুখি সংঘর্ষ হয়।ঘটনাস্থালে আমাদের ৫ জনের মৃত্যু হয়।হাসপাতালে মৃত্যু হয় আরো একজনের।”

আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।হাসপাতাল সূত্রে মৃতদের যে নামের তালিকা প্রকাশ করা হয়েছে তা হল- শান্তি শেখ,শাহমানিক শেখ,সামু শেখ,নুরুল শেখ,অনামত শেখ এবং মহম্মদ মোল্লা। মৃতরা প্রত্যেকেই বর্ধমানের আউস গ্রামের বাসিন্দা।ছবি- গুগল

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 7 =