ত্রিনয়নী আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীগুরুদেবের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার সিদ্ধান্ত নিলেন তাঁর ভক্ত-শিষ্যরা

Main দেশ ধর্ম রাজ্য
শেয়ার করুন

Published on: মে ৪, ২০২২ @ ১৯:৪৯

এসপিটি নিউজ, তারাপীঠ, ৪ মে:  শুভ অক্ষয় তৃতীয়ায় এ বছর ৩ মে, ২০২২ তারিখে মহাসমারোহে তারাপীঠে পরম পূজ্য শ্রী গুরুদেব মাতৃসাধক শ্রী শিশির কুমার শর্মা প্রতিষ্ঠিত ত্রিনয়নী আশ্রমের রজত জয়ন্তী বর্ষ উৎসব উদযাপিত হয়ে গেল মহাসমারোহে। সেখানে শ্যাম-শ্যামা ও মনসা মায়ের মন্দিরের ২৫তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়। একই সঙ্গে আশ্রমে প্রতিষ্ঠাতা শ্রী গুরুদেবের বিগ্রহ ও সমাধি মন্দিরের উদ্বোধন হয়। সেই উপলক্ষে তাঁর ভক্ত-শিষ্য-অনুরাগীরা এক সাংবাদিক সম্মেলন করে জানালেন পরম পূজ্য শ্রীগুরুদেবের অসম্পূর্ণ কাজ শেষ করার সিদ্ধান্তের কথা।  শ্রী গুরুদেবের অত্যন্ত প্রিয় আশীর্বাদ ধন্য সুপ্রিম কোর্টের খ্যাতনামা আইনজীবী জয়দীপ মুখার্জী পরম পূজ্য শ্রীগুরুদেবের পরিবারের সকল সদস্য ভগনিপতি, বোন, ভ্রাতৃবধূ, দুই ভাইপো উদিত নারায়ন শর্মা ও রুদ্র নারায়ন শর্মাকে পাশে নিয়ে জানালেন সেই সিদ্ধান্তের কথা।

জয়দীপ মুখার্জী বললেন-  পরম পূজ্য শ্রী গুরুদেব শ্রী শিশির কুমার শর্মা রায়গঞ্জে থাকতেন। সেখান থেকে তিনি তারাপীঠে এসে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। এরপর তিনি তাঁর কর্মকান্ডকে তুলে ধরেছিলেন এই ত্রিনয়নী আশ্রমের মধ্য দিয়ে। হাজার হাজার মানুষের উপকার করেছেন। তাদের পাশে থেকেছেন। রক্ষা করেছেন বিপদ থেকে। সেই মানুষটি তাঁর দীর্ঘ ৬৯ বছরের জীবনে সব সময় আমাদের পাশে থেকছেন। গত বছর আমরা তাঁকে হারিয়েছি। করোনার সময় সবাই যখন আমরা আতঙ্কে ছিলাম সেইসময় তিনি এক মনে মানুষের পাশে থেকে সমানে তাদের সেবা করে গিয়েছেন। তাঁর পরিবার, আশ্রম, শিষ্য-ভক্ত-অনুরাগী সকলেই চেষ্টা করেছিলেন তাঁকে বাঁচিয়ে তোলার। কিন্তু শেষ রক্ষা হয়নি। যাই হোক তিনি আজ নেই ঠিকই, তবে তাঁর স্মৃতি আজও সমানভাবে এই ত্রিনয়নী আশ্রমে থেকে গিয়েছে।

শ্রীগুরুদেব সবসময় সমাজের কল্যাণে, মানব কল্যাণে, দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করে গিয়েছেন। তবে তাঁর কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গিয়েছে। আমি একথা আশ্রমের পক্ষ থেকে বলতে চাই যে আমরা যারা তাঁর ভক্ত-শিষ্য-অনুরাগী আছি যারা পরিবারের সদস্য আছেন আমাদের সকলকে সেই অসম্পূর্ণ কাজ শেষ করার দায়িত্ব নিতে হবে। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে পরম পূজ্য শ্রী শিশির কুমার শর্মা মহাশয় যেভাবে এতদিন গরিব-দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করে গিয়েছেন তেমনটা চলতে থাকবে। সেই সঙ্গে আশ্রমে যে আধ্যাত্মিক কাজকর্ম চলছিল তা একইরকভাবে বজায় থাকবে। বলেন জয়দীপ মুখার্জী।

পাশাপশি তিনি উল্লেখ করেন যে আশ্রমের পক্ষ থেকে প্রস্তাব নেওয়া হয়েছে যে পরম পূজ্য মহারাজ শ্রী শিশির কুমার শর্মার নামাঙ্কিত তাঁর স্মৃতি রক্ষার্থে তারাপীঠের মানুষের কল্যাণে বিশেষ করে এখানকার অসুস্থ মানুষের জন্য একটি অ্যাম্বুলেন্স আমরা তৈরি করব।

দুই, এই আশ্রম হয়ে উঠুক একটা পীঠস্থান। একই সঙ্গে এই আশ্রমের যে হাজার হাজার ভক্ত-শিষ্য আছেন তাদের মধ্যে মেলবন্ধন করে চলা এবং পরম পূজ্য মহারাজ যে বেদ-পুরাণ,তন্ত্র-জ্যোতিষ নিয়ে সারা জীবন কাজ করে গিয়েছেন তার প্রসারে ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাওয়া। এটাই হবে আমাদের তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন। বলেন জয়দীপবাবু।

পরম পূজ্য মহারাজ শ্রী গুরুদেবের ভাইপো উদিত নারায়ণ শর্মা ও রুদ্র নারায়ণ শর্মাও এদিন এই বিষয়ে সহমত পোষণ করে জানিয়ে দেন আশ্রমের প্রসারে মানুষের কল্যাণে কাজের ধারাবাহিকতা তাঁরা অব্যাহত রেখে চলবেন।

Published on: মে ৪, ২০২২ @ ১৯:৪৯


শেয়ার করুন