গরম থেকে স্বস্তি, আজ থেকে টানা পাঁচ দিন বাংলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা-জানাল হাওয়া অফিস

Main আবহাওয়া রাজ্য
শেয়ার করুন

Published on: এপ্রি ৩০, ২০২২ @ ১৭:১৪

এসপিটি নিউজ, কলকাতা, ৩০ এপ্রিল:  গত কয়েকদিন ধরে গোটা বাংলায় যে তাপপ্রবাহ শুরু হয়েছিল অবশেষে তার থেকে রেহাই মিলতে চলেছে। হাওয়া অফিস এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, আজ থেকে টানা পঁচ দিন বাংলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা আছে।তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির উল্লেখ না করলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা আছে বলে তারা জানিয়েছে। ইতিমধ্যে কয়েকটি জেলাকে সতর্ক করে দেওয়া হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর প্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বাতাসের বন্ধত্ব/পথে এবং বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা প্রবেশের ফলে ৩০ এপ্রিল থেকে ০৪ মে, ২০২২ এর মধ্যে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা দমকা হাওয়ার গতির সাথে বজ্রবিদ্যুৎ সহ বজ্রঝড়ের সম্ভাবনা আছে।এর ফলে জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে।

দক্ষিণবঙ্গে কবে কোথায়

আজ ও আগামিকাল প্রতি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বজ্রঝড়ের সম্ভাবনা আছে।টোবে ২ মে থেকে ঝড়ের গতিবেগ বাড়বে। ফলে আগামী ৩ মে পর্যন্ত বাতাসে ঝড়ের গতি প্রতি ঘণ্টায় ৫০-৬০ কিমি হতে পারে। যদিও ৪ মে ফের গতি কমে আবার প্রতি ঘণ্টায় ৪০-৫০ কিমি হওয়ার সম্ভাবনা আছে।

উত্তরবঙ্গে কবে কোথায়

দক্ষিণবঙ্গের পাশপাশি উত্ত্রবঙ্গের জালাগুলিতেও একইভাবে আজ থেকে বজ্রবিদ্যুৎ সহ বজ্রঝড় এবং দমকা বাতাস বইতে শুরু করবে। যার  গতিবেগ প্রতি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার হতে পারে। এই ঝড় উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়িতে  এক বা দুটি জায়গায় ঘটতে পারে। তবে বাকি জেলাগুলিতেও এই ঝরের সম্ভাবনা আছে। এই ঝড় আগামী ৪ মে পর্যন্ত চলবে। যদিও আগামী ২ মে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

Published on: এপ্রি ৩০, ২০২২ @ ১৭:১৪


শেয়ার করুন