VICE ADMIRAL কর্মবীর সিং ভারতের নয়া নৌসেনা প্রধান হতে চলেছেন

দেশ
শেয়ার করুন

Published on: মার্চ ২৩, ২০১৯ @ ১৬:১৩

এসপিটি নিউজ ডেস্কঃ ভারতীয় নৌসেনার ২৪তম প্রধান হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করতে চলেছেন ভাইস অ্যাডমিরাল কর্মবীর সিং।তিনি বর্তমান নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বার স্থলাভিষিক্ত হবেন। ৩১মে তিনি অবসর নিতে চলেছেন।নৌসেনায় সেবা প্রদানের জন্য অ্যাডমিরাল সিং রাষ্ট্রপতি দ্বারা অতি বিশিষ্ট সেবা পদক লাভ করেছেন।

ভাইস অ্যাডমিরাল কর্মবীর সিং ২০১৬ সালের ৩১শে মে নৌসেনার উপ-প্রধানের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। সিং ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি, খড়কভাসলার ছাত্র ছিলেন। ১৯৮০ সালে তিনি ভারতীয় নৌসেনায় যোগ দেন।

১৯৮২ সালে তিনি হেলিকপ্টারের পাইলট হন। তিনি চেতক এবং কামোভ হেলিকপ্টার উড়িয়েছেন। বিগত ৩৯ বছর ধরে তিনি ভারতীয় উপকূল রক্ষী বাহিনীকে নেতৃত্ব দিয়ে এসেছেন। তিনি ওয়েস্টার্ন ফ্লিট-এ ফ্লিট অপারেশনে আধিকারিকও ছিলেন।

Published on: মার্চ ২৩, ২০১৯ @ ১৬:১৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

76 + = 78