মাঝেরহাট সেতু ভেঙে পড়া নিয়ে তৃণমূল কংগ্রেসের স্বজনপোষন নীতিকেই দুষলেন দিলীপ ঘোষ

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-কৃষ্ণা দাস

Published on: সেপ্টে ৫, ২০১৮ @ ২১:২৯

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ৫ সেপ্টেম্বরঃ “রাজ্যের পুর্ত দফতর ২০১৫ সালে রিপোর্ট-এ জানিয়েছিল যে ব্রিজের অবস্থা ভাল নয়। অতি শীঘ্র ব্রিজের সংস্কার প্রয়োজন। টেন্ডার হয় চারবার। কিন্তু যার টেন্ডার পাওয়ার কথা তিনি তা পাননি। তৃণমূল কংগ্রেসের কাউকে সেটা পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু একপ্রকার অধিক অর্থের লোভে আরও দুই কোটি টাকা বাড়িয়ে তা অর্থ দফতরে পাঠানো হয়। টেন্ডার সেখানেই পড়ে রয়েছে বহুদিন। তারই মাঝে ব্রিজও ভেঙে পড়ে যায়।” বুধবার শিলিগুড়ি বসে দলেজ সাংগঠনিক কাজে গিয়ে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়া নিয়ে এভাবেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ আনলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এদিন তিনি বলেন, “২০১৫ সালেই যদি ব্রিজটির সংস্কার করা হত তাহলে এতগুলো মানুষ দুর্ঘটনার কবলে পড়ত না। ব্রিজ ভাঙার কারণ যে কখনই মেট্রোরেলের কাজ নয়, তা তিনি পরিস্কার এদিন শিলিগুড়ি বসে বুঝিয়ে দেন। তিনি বলেন,  বিশেষজ্ঞরা খতিয়ে দেখে বলেছেন মেট্রোর কাজের জন্য ব্রিজ ভাঙে নি। তাহলে আগে পিলার ভাঙত।”

এদিন শিলিগুড়ি পুরনিগমের ১১ ও ১৫ নম্বর ওয়ার্ড-এ তৃণমূল যুব কংগ্রেসের ১৩ জন কর্মী বিজেপিতে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন দিলীপ ঘোষ।

Published on: সেপ্টে ৫, ২০১৮ @ ২১:২৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 7