পাহাড়ে এখন যাওয়ার মতো পরিস্থিতি নেই, তাই আলুয়ালিয়া যাননি-দিলীপ ঘোষ

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-কৃষ্ণা দাস

Published on: সেপ্টে ৫, ২০১৮ @ ২১:১০

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ৫সেপ্টেম্বরঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড় সফর শেষ করে কলকাতা ফিরে গেলেও শিলিগুড়ি রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাহাড়ে অশান্তি মেটার পর মুখ্যমন্ত্রী দু’বার পাহাড় ঘুরে গেলেও এখনও পর্যন্ত দার্জিলিং-এর পাহাড়ে পা রাখতে পারেননি বিজেপির নেতা-মন্ত্রীরা কেউ। এই প্রসঙ্গ তোলা হলে বিজেপির রাজ্য সভাপতি এদিন সাফ জানিয়ে দেন-পাহাড়ে এখন যাওয়ার মতো পরিস্থিতি নেই। তাই কেউ যায়নি। পরিস্থিতি এলেই তারা সেখানে যাবেন।

বুধবার শিলিগুড়িতে সাংগঠনিক কাজে এসেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি এদিন বলেন, ২১টা নয় সর্বভারতীয় কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এরাজ্যে ২২টারও বেশি আসনে জিততে হবে বিজেপিকে। সেই দিকে তাকিয়েই প্রতিটি বুথ স্তরে কাজ জোড় কদমে চলছে বলে তাঁর দাবি।  পাহাড়ে মোর্চারা মুখে যাই বলুক বিজেপি’কেই যে তারা শেষ পর্যন্ত ভোটে জয়ী করবে সে ব্যাপারে একেবারে শ’শতাংশ নিশ্চিত দিলীপবাবু। তাঁর কথায়, “এখন দিদিমনির দিদিগীরি চলছে তা দেখছি। দিদিমনি যত টাকাই খরচ করুক ও ভয় দেখাক না কেন মানুষ তাঁর সঙ্গে নেই। সঠিক সময়ে ঠিক পরিস্থিতি বদলাবে।”

পাহাড়ের অশান্তি শেষ হবার পর দু’বার পাহাড়ে গিয়ে সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।  কিন্তু সাংসদ আলুয়ালিয়া দু’বার শিলিগুড়িতে এসেও একবারের জন্যেও পাহাড়ে যাননি। অথচ মোর্চার ভোটেই জয়ী হয়েছেন তিনি। সেই প্রসঙ্গে দিলীপবাবু বলেন, ” পাহাড়ে এখন যাবার মতো পরিস্থিতি নেই বলেই তিনি যান নি। তেমন পরিস্থিতি এলে শুধু আলুয়ালিয়া কেন অন্য নেতারাও পাহাড়ে যাবেন। তবে আপাতত বিমল গুরুং গা ঢাকা দেবার জন্য পাহাড়ের বিজেপি কর্মীরা খানিক হতাশ হলেও পট পরিবর্তন হতে বেশি সময় লাগবে না। তাঁর অভিযোগ, “পাহাড়ে গণতন্ত্র বলে কিছু নেই। সেখানে টাকা দিয়ে কিছু মানুষকে কিনে অশান্তি জিইয়ে রাখা হয়েছে৷”

Published on: সেপ্টে ৫, ২০১৮ @ ২১:১০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

69 − 65 =