মাঝেরহাট সেতু দুর্ঘটনাঃ মৃতের পরিবারকে সাহায্য ও আহতদের চিকিৎসার ভার নেবে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-কৃষ্ণা দাস

Published on: সেপ্টে ৪, ২০১৮ @ ২১:৩৭

এসপিটি নিউজ, দার্জিলিং, ৪ সেপ্টেম্বরঃ মুখ্যমন্ত্রী যখন দার্জিলিং সফরে ব্যস্ত ঠিক তখন এল দুঃসংবাদটি। মাঝেরহাট উড়া্লপুল আচমকা ভেঙে পড়েছে। একজনের মৃত্যু হলেও সংখ্যাটা বাড়তে পারে। পুলিশ-পুরসভা-দমকল কর্মী থেকে সেনা জওয়ানদের তৎপরতা শুরু হয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিব মলয় দে-কে নির্দেশ দেন- ”অবিলম্বে এই দুর্ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করতে বলুন। কিভাবে এতবড় দুর্ঘটনা ঘটল তার বিস্তারিত রিপোর্ট আমার চাই।” ব্রিজ ভেঙে মৃত্যু হওয়া ব্যক্তির পরিবারকে সাহায্য করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, সমস্ত মৃত্যুই দুঃখজনক। পয়সা দিয়ে মৃত মানুষের ক্ষতিপূরণ করা যায় না। কিন্তু কি বা করার আছে, তাদের পরিবারকে সহযোগিতা করাটাও সরকারের দেখা দরকার। এই দুর্ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের ইনজুরি ততটা না হলেও তাদের সমস্ত রকম চিকিৎসা ভার নেওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবে সরকার।

পাহাড়ের দার্জিলিং-এ বিম্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন, জিটিএ গঠনে বৈঠক নিয়ে একগুচ্ছ জর্মসূচিতে পাহাড় সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই ঘটনা শোনার পর পরই তার প্রতিক্রিয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। এবং এই ব্রিজ ভেঙে পড়া নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ব্রিজ ভেঙে গেছে এটা একটা সিরিয়াস বিষয়। সেক্ষত্রে সরকারকে তার নিজের মত করে উচ্চ পর্যায়ে তদন্ত করতেই হবে। এবং সেই তদন্ত সরকারের চিফ সেক্রেটারি নিজেই করবেন। সবাইকে নিয়েই, সকলের মতামতের পরই এই তদন্ত শুরু করা হবে। সেক্ষেত্রে, মানুষের জীবন থেকে বড়ো কিছু নয়।”

তিনি আরও বলেন,  “প্রতি ছ’মাস অন্তর রাজ্য সরকার এই সব ব্রিজগুলির বর্তমান অবস্থা নিজে মনিটরিং করে। কোথায় কি আছে না আছে, কতটা ব্রিজ খারাপ আছে সেটাও দেখে এই মনিটারিং কমিটি।” সম্প্রতিকালে ঢাকুরিয়া ব্রিজের অবস্থা নিয়েও তার মেরামতি ও রক্ষনাবেক্ষনের কথা বলেন মুখ্যমন্ত্রী। “এই ব্রিজের ক্ষেত্রেও তদন্ত করতে হবে। এবং পরবর্তিতে তদন্তে যাতে সবটাই উঠে আসে তার জন্য সকলকে বলা হয়েছে বলে জানান তিনি।”

Published on: সেপ্টে ৪, ২০১৮ @ ২১:৩৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

87 − 85 =