এই প্রথমঃ আমেরিকা বায়ুসেনায় পাগড়ি ও দাড়ি সহ শিখ যুবককে চাকরির অনুমতি

Main দেশ প্রবাস বিদেশ
শেয়ার করুন

Published on: জুন ৭, ২০১৯ @ ২০:৪৭

এসপিটি নিউজ ডেস্ক : আমেরিকায় এই প্রথমবার শিখ যুবককে ধর্মীয় প্রতীকের সঙ্গে বায়ুসেনায় চাকরির অনুমতি দেওয়া হল। ওয়াশিংটনের ম্যাকাও এয়ারবেসে এয়ারম্যান হরপ্রীতিন্দার সিং বাজয়া এখন থেকে তাঁর পাগড়ি ও দাড়ি রেখেই চাকরি বজায় রাখতে পারবেন। তিনি ২০১৭ সালে বায়ুসেনায় যোগ দেন।কিন্তু মিলিটারির কোনও ছাড়া কোনও ধর্মীয় প্রথা নিয়ে চাকরিতে যোগ দেওয়ার অনুমতি ছিল না।

আমেরিকা নিউজ চ্যানেল এনবিসি সূত্র অনুযায়ী, বাজয়ার শিখ ভেটরন অ্যালায়েন্স এবং আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের থেকে অনেক সহযোগিতা পান। এতদিন পর তারই ফল মিল, এখন থেকে ধর্মীয় প্রতীকেই চাকরিতে যোগ দিতে পারবেন।

ধর্মকে আঁকড়ে ধরে দেশ সেবা করে যায়ঃ বাজয়া

এই অবস্থায় দাঁড়িয়ে বাজয়া বলেন-“আমি বায়ুসেনার সিদ্ধান্তে খুব খুশি। আজ মনে হচ্ছে, আমার দেশ শিখদের ঐতিহ্যকে নিজেদের মনে করেছে। আমি এজন্য সর্বদা বায়ুসেনার প্রতি কৃতজ্ঞ থাকব। এখন আমি আমার দেশ সেবার পাশাপাশি ধর্ম পালন করতে পারব।” বাজয়া আরও জানিয়েছেন, দক্ষিণ ক্যারোলাইনে ট্রেনিং নেওয়ার সময় তিনি নিজের সিনিয়রদের ধর্মীয় প্রতীক-এর বিষয় নিয়ে বলেছিলেন। তখনও কেউ তাঁকে এই প্রতীক ব্যবহার করা যাবে না এমনটা বলেননি।

সেনাবাহিনীতে পাগড়ি ও লম্বা চুল নিয়ে চাকরি করতে পারবে শিখ

এর আগে ২০১৬ সালে ক্যাপ্টেন সিমরতপাল সিং-কে সেনাবাহিনীতে পাগড়ি ও লম্বা চুল নিয়ে চাকরি করার অনুমতি দেওয়া হয়েছিল। এরপরই সেনা তাদের নিয়ম পরিবর্তন করে, সেই মতো পরের বছর থেকেই সমস্ত শিখ সৈনিকদের তাদের ধর্মীয় প্রতীক ও লম্বা চুল নিয়ে চাকরি করার অনুমতি দেওয়া হয়।এবার বায়সেনাতেও সেই নিয়ম চালু হয়ে গেল।

Published on: জুন ৭, ২০১৯ @ ২০:৪৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

36 − = 28