মাঝপথেই বিকল হয়ে ফিরে গেল ৯৩ বছরের স্টিম ইঞ্জিন চালিত হেরিটেজ ট্রেন

Main দেশ ভ্রমণ রাজ্য রেল
শেয়ার করুন

সংবাদদাতা– বাপ্পা মণ্ডল                                                     ছবি-বাপন ঘোষ

Published on: সেপ্টে ২২, ২০১৮ @ ২২:৩৩ 

এসপিটি নিউজ, খড়্গপুর, ২২ সেপ্টেম্বরঃ অনেক আশা নিয়ে প্রাণপাত করেছিলেন রেলের কর্তারা। ইংল্যান্ডে তৈরি ৯৩ বছরের ‘বেয়ার গ্যারাত’ স্টিম ইঞ্জিনটি হেরিটেজ ট্রেন হিসেবে চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই মতো শনিবার খড়্গপুর স্টেশন থেকে শালবনীর উদ্দেশ্যে রওনাও দিয়েছিল। কিন্তু কাঁসাই হল্ট স্টেশনের কাছে আসতেই বিকল হয়ে যায় ঐতিহাসিক ট্রেনটি। কোনওরকমে ঠিক করে ট্রেনটিকে সেই খড়্গপুরেই আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

‘বেয়ার গ্যারাত’ স্টিম ইঞ্জিনটি সম্পর্কে রেলের কাছ থেকে যা জানা গেছে তা হল- ১৯২৬ সালে ইংল্যান্ডে এটি তৈরি হয়েছিল। সেইসময় সেখানে এমন আরও একটি ইঞ্জিন তৈরি হয়েছিল। অপর ইঞ্জিনটি বর্তমানে দিল্লির মিউজিয়ামে রাখা আছে। আর এটি রাখা ছিল খড়্গপুরে। ২০০৬ সালে লক্ষাধিক টাকা খরচ করে প্রথমে এই ট্রেনটিকে চালানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেদিনও ট্রেনটি কোনও কারণে সেটি বিকল হয়ে যায়। ২০১৮ সালে এই ট্রেনটিকে হেরিটেজ ঘোষণা করে চালানোর সিদ্ধান্ত হয়। সেই মতো গত পাঁচ মাস ধরে ট্রেনটিকে চলার উপযুক্ত করে তুলতে চেন্নাই থেকে নিয়ে আসা কারিগরদের দিয়ে তা মেরামত করে তোলা হয়।

সেই মতো শনিবার খড়্গপুর স্টেশনের তিন নম্বর প্লাটফর্ম থেকে সবুজ ঝান্ডা নেড়ে এই হেরিটেজ ট্রেনটিকে ছাড়ার শুভ সংকেত দেন রেলের সিএমই জয়ন্ত কুমার সাহা। শুরুটা ভালোই হয়। কিন্তু কাঁসাই হল্ট স্টেশনে যেতেই ট্রেনটি বিকল হয়ে পড়ে।সেখান থেকে ফিরিয়ে আনা হয় হেরিটেজ ট্রেনটিকে। এদিন ট্রেনটি খড়্গপুর স্টেশনে ছাড়ার সময় ধোঁয়া ছাড়ে।যা দেখে উপস্থিত রেলযাত্রী থেকে শুরু করে রেলকর্মী সকলেই নস্টালজিক হয়ে পড়েন। সকলেই তখন ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে থাকেন। কিন্তু শালবনী যাতে না পারায় অনেকেই নিরাশ হয়ে ফিরে যান।

Published on: সেপ্টে ২২, ২০১৮ @ ২২:৩৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

29 + = 30