‘বিজেপি’ স্বামী জয়কে সহবত শেখালেন ‘তৃণমূল’ স্ত্রী অনন্যা-জানালেন, কেন জয় আজ বিজেপি করছে

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বেবী সরকার

Time-12.45am

 

এসপিটি নিউজ,দুর্গাপুর, ২০ ডিসেম্বরঃ  তারা দু’জনেই অভিনয় জগতের লোক। সম্পর্কে তারা আবার স্বামী-স্ত্রী। জয় ব্যানার্জী ও তার স্ত্রী অনন্যা ব্যানার্জী। এছাড়াও তাদের দু’জনের আরও একটি পরিচয় আছে- তা হল, দু’জনেই তারা দুই বিপরীত মেরুর রাজনৈতিক দলের সদস্য। জয় এখন বিজেপি নেতা আর স্ত্রী অনন্যা তৃণমূল নেত্রী।পরিবারে তারা এক হলেও রাজনৈতিক ময়দানে তারা দু’দিকে।সম্প্রতি স্বামী জয় ব্যানার্জী তার বক্তৃতায় রাজ্য সরকারকে, তৃণমূল কংগ্রেসকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আক্রমণ করেছেন একজন মহিলা হিসেবে বলা ভাল তার স্ত্রী হিসেবে তা মোটেও ভাল চোখে দেখেননি। মঙ্গলবার গলসিতে তৃণমূল কংগ্রেসের এক কর্মীসভায় দাঁড়িয়ে তিনি একটা জিনিস বুঝিয়ে দিলেন তার বিজেপি স্বামীকে যে রাজনৈতিকভাবে কাউকে আক্রমণ করার মানে এই নয়-তাকে অশালীন মন্তব্য করতে হবে, অভব্যতা করতে হবে।সম্মান জানিয়েও সেটা সম্ভব।সন্ত্রাস, ভেঙে দেব, বেজি হয়ে গিলে খাব-এই সব কথা মোটেও যা বিজেপি নেতা জ ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস নেত্রী স্ত্রী অনন্যা ব্যানার্জী ভানভাবে নেননি তা কিন্তু তিন এদিন মঞ্চে দাঁড়িয়ে পরিষ্কার করে দিয়ে গেলেন। সেই সঙ্গে তিনি তার বিজেপি স্বামীকে সহবতও পাঠও করিয়ে গেলেন।সম্মান জানিয়ে তিনি বলেন, ‘এরকম ঘর শত্রু বিভীষণদের চিহ্নিত করতে হবে।’

মাত্র কয়েকদিন আগেই দুর্গাপুর মহকুমার কাঁকসাতে এবং ফরিদপুরে এসে বিজেপি নেতা জয় ব্যানার্জ্জী  সরাসরি শাসকদলকে কড়া হুমকি দিয়ে যাওয়ার মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই গলসিতে এসে সেই বিজেপি নেতার স্ত্রী তৃণমুল নেত্রী অনন্যা ব্যানার্জ্জী ব্যাখ্যা দিলেন কেন তাঁর স্বামী আজ বিজেপি করছে।

মঙ্গলববার গলসী এক নম্বর ব্লকের তৃণমুল কংগ্রেস এর কর্মীদের নিয়ে আয়োজিত হল পঞ্চায়েতি রাজ সন্মেলন।এই সন্মেলনে রাজ্যের দুই মন্ত্রী অরুপ বিশ্বাস এবং স্বপন দেবনাথের সঙ্গে আসেন কলকাতা পুরসভার তৃণমুল কাউন্সিলর অনন্যা ব্যানার্জ্জী।তার পরিচয় তিনি অভিনেত্রী এবং অভিনেতা তথা বিজেপি নেতা জয় ব্যানার্জ্জীর স্ত্রী।বুদুবুদে অনন্যা অত্যন্ত সংযত হয়ে বলতে শুরু করেন তাঁর কথা। কেন তাঁর স্বামী জয় ব্যানার্জ্জী আজ এমন সব কথা বলছেন, এদিনের সভায় দাঁড়িয়ে অনন্যা সেই ব্যাখ্যা দিতে থাকেন। বলা ভাল তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যেই তাঁর বিজেপি স্বামীকে একপ্রকার সহবত পাঠ করিয়ে দেন।

তিনি বলেন, জয়ের অভিনয় সত্ত্বাকে আমি সম্মান জানিয়ে বলি-আমরা একসঙ্গে তৃণমূল করতাম জানেন। আর আজ যে কারণে আমি এখানে এসে দাঁড়িয়েছি অর্থাৎ সেই দল আর দলের নেত্রী যার জন্য এখানে দাঁড়িয়েছি কথা বলতে পারছি একদিন এভাবেই বোধ হয় জয়ও দনেক সভা করেছে। তবে আজ যে ভারতীয় জনতা পার্টি করছে সেটা আপনাদের হলপ করে বলতে পারি-সেটা ও হতাশা থেকে করছে জানেন!যারা যারা ভারতীয় জনতা পার্টি করছে, না আছে তাদের কোনও আদর্শ, না আছে তাদের কোনও বিশ্বাস। এই হতাশার জায়গা থেকে তারা এই পার্টি করছে। আবারও তৃণমূল নেত্রী অনন্যা তাঁর স্বামীর প্রতি সম্মান জানিয়ে বলতে থাকেন, তাঁকে আমি সম্মান জানিয়ে বলছি, অসম্মান না করেই বলছ-ঘরে ঘরে যারা এরকম ঘরশত্রু বিভীষণ আছে তাদের চিহ্নিত করতে হবে। আবারও বলছি, তাঁকে অসম্মান না করেও বলছি-যারা বন্ধুরূপে আছে, পরিবার রূপে আছে তাদের চিহ্নিত করতে হবে। আর মনে রাখতে হবে আমাদের সামনে আসন্ন যে পঞ্চায়েত সেটা একটা যুদ্ধ। তিনি আরও বলেন, এই যে কিছু মানুষ আছে যারা পিছন দিক থেকে ছুরি মারছে তাদের মুখোশ খুলে দেবার পালা। আবারও তিনি তাঁর স্বামীর সম্পর্কে কোনওরকম ক্টু কথা না বলে ফের সুন্দভাবে ব্যাখ্যা দিতে থাকেন। বলতে থাকেন, আমি জানি এখানে অনেকেই আছেন যারা জয় বন্দ্যোপাধ্যায়ের সিনেমা দেখেছেন, আমিও দেখেছি। “হীরক জয়ন্তী” মনে আছে” “আই লাভ ইউ” মনে আছে? “বহু দূর থেকে…” মনে আছে? আজ সেই সময় উপস্থিত। আবার আপনাদের সবাইকে একসঙ্গে মিলে বলতে হবে-আই লাভ ইউ, বলতে হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে।

এদিন তৃণমূল নেত্রী অনন্যা কিন্তু তাঁর স্বামী বিজেপি নেতা জয়কে এভাবেই সহবত পাঠ করালেন আর বুঝিয়ে দিলেন-“আমাদের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু সবাইকে ভাল রাখা আর সবার সঙ্গে ভাল ব্যবহার করার কথা বলে থাকেন। আমি তাই তোমার কাছে এভাবেই সেই বার্তা পৌঁছে দিলাম।”

Time-12.45am

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 4 =