আলিপুরদুয়ারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ অমিত শাহের

দেশ রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

  • মমতাদিদি, আপনার সময় শেষ। শিকড় সুদ্ধু উপড়ে ফেলব।
  • কেউ আটকাতে পারবে না বিজেপিকে, জিতবে ২৩টি আসনে।
  • বাংলায় গণতন্ত্র ধ্বংস করছে তৃণমূল।
  • মমতাদিদি পাকিস্তানের প্রতি প্রত্যাঘাত চাননি। দেশের প্রতি ওঁর ভালোবাসা নেই।

Published on: মার্চ ২৯, ২০১৯ @ ২০:৩৬

এসপিটি নিউজ, আলিপুরদুয়ার, ২৯ মার্চঃ সারা দেশে বিজেপির প্রধান প্রতিপক্ষ কংগ্রেস হলেও পশ্চিমবঙ্গে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী যে তৃণমূল কংগ্রেস সেটা আলিপুরদুয়ারের জনসভা থেকে ফের তা বুঝিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তৃণমূল সুপ্রিমো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করে অমিত শাহ হুঙ্কার দেন- “মমতাদিদি আপনার সময় শেষ হয়ে গেছে। এবার তৃণমূলকে শিকড় থেকে উপড়ে ফেলার সময় এসে গেছে।”

অমিতের হুঙ্কার

১) মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে অমিত শাহ হুঙ্কার ছাড়েন- “”তৃণমূলকে এবার শিকড় সুদ্ধু উপড়ে ফেলার সময় এসেছে। আপনার সময় শেষ মমতাদিদি। এবার তৃণমূলের হার নিশ্চিত। বিজেপিকে এবার কেউ আটকাতে পারবে না। বাংলায় এবার ২৩টি আসনে জিতবে বিজেপি।”

অমিতের তোপ

২)“মা-মাটি-মানুষের উপর ভরসা নেই কারও। তৃণমূল কংগ্রস মানে তোলাবাজি, টোলট্যাক্স আর সিন্ডিকেট।” সিপিএমের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ”সিপিএম থেকে বাঁচতে দিদিকে এনেছিল। এখন সবাই বুঝছে সিপিএম ভালো ছিল।  মা-মাটি-মানুষের সরকারের স্লোগানে আজ ভরসা নেই কারো।”

৩) ”২০১৯ এর ভোট দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।আগামী ৫ বছরে দেশের দিশা ঠিক করবে এই নির্বাচন। তবে বাংলার জন্য এই নির্বাচন অস্বিত্ব রক্ষার নির্বাচন।” এরপরই অমিতের কটাক্ষ-”একদিকে পরাক্রমী মোদী, অন্যদিকে দুর্বল জোট।” ”বাংলায় গণতন্ত্র ধ্বংস করছে তৃণমূল।”

৪) “যে বাংলায় রবীন্দ্রনাথের গান, চৈতন্যদেবের কীর্তন শোনা যেত, এখন সেই বাংলাতেই বোমার আওয়াজ ছড়িয়ে পড়েছে। বাংলায় গণতন্ত্র, সংস্কৃতিকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি। পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস।”

মমতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন অমিত

৫) ”পাকিস্তানি সন্ত্রাসবাদীরা ভারতীয় জওয়ানদের হত্যা করেছে, তার জবাব দিয়েছে ভারত। মমতাদিদি পাকিস্তানের প্রতি প্রত্যাঘাত চাননি। দেশের প্রতি ওঁর ভালোবাসা নেই।” পাশাপাশি হিন্দু পূজারিদের কথা উল্লেখ করে  অমিত শাহ ফের মমতা তীব্র আক্রমণ তাঁর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন, ”মমতাদিদি ইমামদের ভাতা দেন। তবে পূজারিদের ভাতা দেন না কেন?”

Published on: মার্চ ২৯, ২০১৯ @ ২০:৩৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

82 − 75 =