মন্ত্রী থেকে আমলা -মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ৩, ২০২২ @ ২৩:৪১

এসপিটি নিউজ, কলকাতা, ৩ ফেব্রুয়ারি:  রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করতে গিয়ে মন্ত্রী থেকে শুরু করে আমলাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন তাঁর স্পষ্ট বার্তা। কি কি করলে একটা সরকার ভালভাবে এগিয়ে যেতে পারে এজন্য কোন দিকগুলোর উপর জোর দেওয়া প্রয়োজন কোনটায় অগ্রাধিকার দেওয়া প্রয়োজন সেদিকেই বিশেষভাবে আলোকপাত করলেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যালোচনা মিটিং-এর প্রথমেই মন্ত্রীদের উদ্দেশ্যে বলেন- “মন্ত্রীদের আমি বলব- যার যার দফতরের দায়িত্ব কাজগুলো ঠিক মতো হচ্ছে কিনা নিয়মিত পর্যালচনা করা। আপনাদের নানারকম সামাজিক, রাজনৈতিক কাজের পাশাপাশি অন্যান্য কাজও থাকে। তার মধ্য থেকেও আমার দফতরের কাজটা ভালো করে হচ্ছে কিনা এটা কিন্তু নিজেদের দেখে নিতে হবে। শুধু পয়সা ছেড়ে দিলাম আর মেলা করলাম সেটা কিন্তু কাজ নয়। আসলে সরকারের পলিসি ডিসিশন, সরকারের প্রকল্পগুলিকে ঠিকভাবে বাস্তবায়ন করা, প্রতিটি দফতরের কাজগুলো ভালভাবে দেখা।একটা সরকার ভালোভাবে চলে যদি ডেলিভারি সিস্টেম ভাল হয়। সেটা মাথায় রাখতে হবে।”

এরপর তাঁর নজর পড়ে রাজ্যের আমলাদের দিকে। মুখ্যমন্ত্রী কিছুটা বিরক্তি প্রকাশ করেই বলেন- “প্রিন্সিপাল সেক্রেটারি, ডিএম,এসপি সবাইকে বলছি। আমি সিএমও গ্রিভেন্সেস দেখতে গিয়ে দেখছি যে ওপরতলার অফিসাররা কাজটা নীচের কাউকে একটা দিয়ে দেয়, ফলে সে রিপোর্ট দিয়ে দেয় হ্যাঁ, হয়ে গেছে- ডেলিভারিটা না করেই। এটা কিন্তু খুব সিরিয়াস নেগ্লিজেন্স। আমি ডিএম, এসপিদের বলব, সিএম্ও গ্রিভেন্সেসকে অগ্রাধিকার দিতে। মানুষ কিন্তু আমাদের কাছেই অভিযোগটা করে। ডিএম এসপি থেকে প্রিন্সিপাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি সকলেরই গ্রিভেন্সেস সেল আছে। কাজ আপনারা অনেকেই করেছেন অনেক কাজে এগিয়ে নিয়ে গেছেন।কিন্তু এটাকে ভাল করে দেখতে হবে।”

Published on: ফেব্রু ৩, ২০২২ @ ২৩:৪১


শেয়ার করুন