রাজ্যে ১০৮টি পুরসভায় ২৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণ, বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের

Main রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ৪, ২০২২ @ ০৯:০৯

এসপিটি নিউজ, কলকাতা, ৪ ফেব্রুয়ারি:  বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল এ রাজ্যে ১৯টি জেলায় ১০৮টি পুরসভায় ভোটগ্রহণ হবে ২৭ ফেব্রুয়ারি। একদিনেই হবে এই পুরভোট। ৮ মার্চের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।সব থেকে বেশি পুরসভায় ভোট হবে উত্তর ২৪ পরগনা জেলায়। এখানে মোট ২৫টি পুরসভায় ভোটগ্রহণ হবে।

রাজ্য নির্বাচন কমিশন এদিন নোটিফিকেশন জারি করে জানিয়েছে যে পুরনির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি। মনোনয়নের স্ক্রুটিনি হবে ১০ ফেব্রুয়ারি। প্রার্থীদের নাম প্রত্যাহারের শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ হবে ২৭ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ চলবে সকাল সাততা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।

উত্তরবঙ্গে মোট সাতটি জেলায় ২০টি পুরসভায় ভোটগ্রহণ হবে। পুরসভাগুলি হল- দার্জিলিং জেলায় দার্জিলিং পুরসভা। কোচবিহার জেলায় কোচবিহার, তুফানগঞ্জ, দিনহাটা, মাথাভাঙা, মেখলিগঞ্জ,হলদিবাড়ি পুরসভা। আলিপুরদুয়ার জেলায় আলিপুরদুয়ার ও ফালাকাটা পুরসভা। জলপাইগুড়িতে মাল, জলপাইগুড়ি, ময়নাগুড়ি পুরসভা। উত্তর দিনাজপুর জেলায় কালিয়াগঞ্জ, ইসলামপুর,ডালখোল পুরসভা। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ও বালুরঘাট পুরসভা। মালদা জেলায় ইংলিশ বাজার ও ওল্ড মালদা পুরসভা।

দক্ষিণবঙ্গে মোট ১৩টি জেলার ৮৮টি পুরসভায় ভোটগ্রহণ হবে। পুরসভাগুলি হল- মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ, কান্দি, জঙ্গিপুর, ধুলিয়ান, বেলডাঙা, বহরমপুর পুরসভা। নদিয়া জেলায় নবদ্বীপ, শান্তিপুর, রানাঘাট, বীরনগর, কল্যাণী, গয়েশপুর, তাহেরপুর, হরিণঘাটা, চাকদা, কৃষ্ণনগর পুরসভা। উত্তর ২৪ পরগনা জেলায়- কাঁচরাপাড়া, হালিসহর, নৈহাটি, ভাটপাড়া, গাড়ুলিয়া, নর্থ বারাকপুর, বারাকপুর, টিটাগড়, খড়দহ, কামারহাটি, বরানগর, নর্থ দমদম, বনগাঁ, গোবরডাঙা, বারাসত, বাদুড়িয়া, বসিরহাট, টাকি, নিউবারাকপুর, মধ্যমগ্রাম, দক্ষিণ দমদম, দমদম, অশোকনগর-কল্যাণগড়, পানিহাটি, হাবরা পুরসভা।দক্ষিণ ২৪ পরগনা জেলায়- বজবজ, বারুইপুর, জয়নগর-মজিলপুর, রাজপুর-সোনারপুর, মহেশতলা, ডায়মন্ড হারবার পুরসভা।হাওড়া জেলায় উলুবেড়িয়া পুরসভা। হুগলি জেলায়- হুগলি-চুঁচুড়া, বাঁশবেড়িয়া, শ্রীরামপুর, বৈদ্যবাটি, চাঁপদানি, ভদ্রেশ্বর, রিষরা, কোন্নগড়, আরামবাগ, উত্তরপাড়া কোতরান, তারকেশ্বর, ডানকুনি পুরসভা। পূর্ব মেদিনীপুর জেলায়- তাম্রলিপ্ত, কাঁথি, এগরা পুরসভা। পশ্চিম মেদিনীপুর জেলায়- চন্দ্রকোনা, রামজীবনপুর, ক্ষীরপাই, খড়গপুর, ঘাটাল, মেদিনীপুর পুরসভা।ঝাড়গ্রাম জেলায়- ঝাড়গ্রাম পুরসভা। পুরুলিয়া জেলায়- পুরুলিয়া, ঝালদা, রঘুনাথপুর পুরসভা। বাঁকুড়া জেলায়- বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী পুরসভা। পূর্ব বর্ধমান জেলায়- কালনা, কাটোয়া, দাইনহাট, মেমারি, বর্ধমান, গুসকরা পুরসভা।বীরভূম জেলায়- সিউড়ি, রামপুরহাট,বোলপুর, সাঁইথিয়া, দুবরাজপুর পুরসভা।

Published on: ফেব্রু ৪, ২০২২ @ ০৯:০৯


শেয়ার করুন