পাহাড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মোর্চা প্রধান বিনয় তামাং জানিয়ে দিলেন- বিজেপিকে আর সমর্থন নয়

Main রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ২২, ২০১৯ @ ২৩:৫১

এসপিটি নিউজ, দার্জিলিং, ২২ জানুয়ারিঃ মঙ্গলবার পাহাড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপ্সথিতিতে মোর্চা প্রধান বিনয় তামাং জানিয়ে দিলেন-তাঁরা আর বিজেপিকে সমর্থন করবেন না। এখন থেকে তারা বিজেপির সঙ্গ ত্যাগ করলেন। এই ঘোষণার পর পশ্চিমবঙ্গে বিজেপি কিন্তু একেবারেই একা হয়ে গেল। আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপি এমন একটা সময় ধাক্কা খেল যেদিন উত্তরবঙ্গেই তাদের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সভা করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন।

২০১৪ সালের লোকসভা ভোটে বিজেপির সুরেন্দ্র সিং আলুয়ালিয়া দার্জিলিং থেকে মোর্চার সমর্থনে জিতেছিলেন। তার আগে ২০০৯ সালের ভোটে বিজেপির যশবন্ত সিনহা জিতেছিলেন। তার আগে জিএনএলএফ-এর সমর্থনে কংগ্রেসের দাওয়া নরবুলা।

২০১১ সালে ক্ষমতায় আসার পর পাহাড়ে জিটিএ-র মাধ্যমে মোর্চার সাথে সমঝোতা হয় তৃণমূলের। কিন্তু তা বেশিদিন স্থায়ী হয়নি। পরে দূরত্ব তৈরি হয়। শুরু হয় মোর্চার সঙ্গে তৃণমূল কংগ্রেসের রেষারেষি। এরই মধ্যে পাহাড় অশান্ত হয়ে ওঠে। রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সরকারের রোষের মুখে পড়ে তৎকালীন  মোর্চা প্রধান বিমল গুরুং। মমতার কৌশলের কাছে কার্যত হার স্বীকার করে পাহাড় থেকে বিতাড়িত হয় বিমল গুরুংরা। আর তখন মোর্চার দায়িত্বে আসে বিনয় তামাং। এক সময় এই বিনয় তামাং ছিল বিমল গুরুং-এর ঘনিষ্ঠ। তিনি হন জিটিএ-র প্রধান। যদিও পরে তাঁকে আরও বড় দায়িত্ব উর্পন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত ১৯শে জুলাই ব্রিগেডের সমাবেশেও দেখা গেছিল বিনয় তামাং সহ মোর্চা নেতাদের। তারপর থেকেই একটা জল্পনা চলছিল তবে কি এবার বিজেপির উপর থেকে সমর্থন তুলে নেবে মোর্চা। সেই ভাবনাকেই এদিন সত্যি প্রমাণ করে বিনয় তামাং সাফ জানিয়ে দিলেন- বিজেপিকে আর নয়।

Published on: জানু ২২, ২০১৯ @ ২৩:৫১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 8 =