ভ্রমণ সতর্কতা: বিমান যাত্রীদের রাজ্য সরকারের নির্দেশিকা জানাল কলকাতা বিমানবন্দর

Main কোভিড-১৯ দেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: নভে ১, ২০২১ @ ২১:২৩

এসপিটি নিউজ, কলকাতা, ১ নভেম্বর: করোনা পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গে  আগত বিমান যাত্রীদের উপর এখনও সতর্কতা জারি রেখেছে পশ্চিমবঙ্গ সরকার। গত পরশু এক নির্দেশিকা জারি করে রাজ্য সরকার সেকথা পরিষ্কার জানিয়ে দিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষকে। তারাও সেটা যাত্রীদের জানিয়ে দিয়েছে।

রাজ্য সরকারের নির্দেশিকায় যা বলা হয়েছে

গত ৩০ নভেম্বর পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত মুখ্য সচিব বি পি গোপালিকা  ভারত সরকারের বেসামরিক পরিবহন মন্ত্রকের সচিব রাজীব বনশলকে লেখা চিঠিতে জানিয়েছেন যে নাগপুর, পুনে ও আহমেদাবাদের উড়ানের ক্ষেত্রে সপ্তাহে তিনদিন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি থাকবে। অর্থাৎ সপ্তাহে তিন দিন এই তিনটি জায়াগার কোনও বিমান আসবেও না এবং যাবেও না।

একই সঙ্গে নির্দেশিকায় বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে আগত সমস্ত বিমান যাত্রীদের সম্পূর্ণ টিকা প্রাপ্ত হতে হবে অর্থাৎ তাদের দু’টি ডোজ নিতে হবে কিংবা আরটি-পিসিআর টেস্ট রিপোর্ট নেগেটিভ দেখাতে হবে। এগুলি থাকলেই সে পশ্চিমবঙ্গে আসার বিমানে ভ্রমণ করতে পারবে।

আশাবাদী টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি

ট্রাভেল এজেন্টস ফেডারেশন বা টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি এসপিটি-কে জানিয়েছেন যে রাজ্য  সরকার করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই নির্দেশিকা জারি করেছে। তবে পরিস্থিতি ক্রমেই ভালো হচ্ছে। আগে তো নাগপুর, পুনে আহমেদাবাদের পাশাপাশি মুম্বই ও চেন্নাই-এর বিমাকেও নিষেধাজ্ঞার মধ্যে রাখা হয়েছিল। তবে পরিস্থিতি উন্নত হতেই এখন ওই দু’টি জায়গার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। কারণ, মুম্বই দেশের বিজেনেস ক্যাপিটাল আর চেন্নাই মেদিক্যাল ট্যুরিজমের স্থান। এই দু’টি জায়গারই গুরুত্ব অপরিসীম। আমরা আশা করতেই পারি, খুব শীঘ্রই বাকি তিন জায়গার উপর থেকেও নিষেধাজ্ঞা উঠে যাবে।

Published on: নভে ১, ২০২১ @ ২১:২৩


শেয়ার করুন