ভোপালের প্রথম মহিলা অটোচালক তালাত জাহানকে দেখে উদ্বুদ্ধ হচ্ছে সেখানকার বহু মেয়ে

অর্থ ও বাণিজ্য দেশ
শেয়ার করুন

Published on: সেপ্টে ১৬, ২০১৮ @ ১২:২৯

এসপিটি নিউজ্ ডেস্ক্: এশিয়া তো বটেই সারা বিশ্বে এখন ভারতীয় মেয়েরা তাদের দক্ষতা প্রমাণ করে চলেছে। ভারতীয় মেয়েরা সারা দেশে বিভিন্ন পেশায় তাদের যোগ্যতা দেখাচ্ছেন। প্রতিদিনই দেশের কোনও না কোনও জায়গায় ভারতীয় মেয়েদের সাফল্য উঠে আসছে খবরের শিরোণামে। মধ্যপ্রদেশের ভোপালেও এমনই একজন তরুণী ইতিহাসের পাতায় নাম তুলে ফেলেছেন। ভোপালের প্রথম অটো রিকশাচালক হিসেবে এক অনন্য নজির গড়লেন তরুণী তালাত জাহান।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান তাঁকে বিশেষ সম্মান প্রদান করেছেন-তালাত জাহানের অটোরিকশার প্রথম যাত্রী হয়ে। এমন সোয়ভাগ্য আর ক’জনের হতে পারে বলুন তো! মধ্যপ্রদেশের প্রথম মহিলা অটোরিকশাচালক তাই অতন্ত গর্বিত মুখ্যমন্ত্রীর এমন মহানুভবতায়। একই সঙ্গে পেয়েছেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে সাহস ও ভরসা। পথে-ঘাটে তাঁর যাতে কোনওরকম বিপদ না হয়, খারাপ পরিস্থিতির মধ্যে না পড়ে সেদিকেও সদা সতর্কতা নিয়ে চলতে হবে বলে মনে করেন তালাত।

তালাত জাহান বলেন, তিনি ভোপালের প্রথম মহিলা অটোরিকাশাচালক। দু’মাস হল তিনি এই পেশায় এসেছেন। এর আগে ২০১৬ সালে তিনি প্রশিক্ষণে ছিলেন। আমি এটা পারি। আমি পছন্দ করি। কারণ, আমি মনে করি এই অটো চালিয়ে আমি মানুষকে তার গন্তব্যে পৌঁছে দিতে পারছি। আসলে এই পেশা ছাড়া আমার কাছে আও কোনও পথ খোলা ছিল না।

তিনি আরও বলেন, “জীবনকে সক্রিয় করে তোলা যায়। এজন্য নিজেকে সব সময় চেষ্টা চালিয়ে যেতে হবে। ইদানিং যেভাবে বহু জায়গায় বহু মেয়ে পণ আর পারিবারিক নির্যাতনের শিকার হয়ে চলেছে তা থেকে মেয়েদের বেরিয়ে আসতে হবে। আমি চেয়েছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে। আমি যখন অটোচালনার প্রশিক্ষণে গেছিলাম সেটা আমার বাবা-মা’র মন থেকে মেনে নিতে পারেননি। কারণ, কোনও বাবা-মা-ই চায় না তার মেয়ে একজন অটোচালক হোক। কি্ন্তু, আমি বুঝেছে কোনও কাজই ছোট না। বিশেষ করে যেদিন আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর বাসভবনে আমার অটো নিয়ে হাজির হলাম এবং দেখলাম স্বয়ং মুখ্যমন্ত্রী হবেন আমার অটোর প্রথম যাত্রী, সেদিন আমার চোখে জল এসে গেছিল। বুঝেছিলাম আমার মতো এক সাধারণ অটো চালকেরও তাহলে সম্মান জোটে। তাও আবার মুখ্যমন্ত্রীর কাছ থেকে।”

আজ তালাতকে রোল মডেল করে ভোপালে আরও অনেক মেয়ে অটোচালকের পেশায় যোগ দিতে শুরু করেছেন। এটা তো সবে শুরু।

Published on: সেপ্টে ১৬, ২০১৮ @ ১২:২৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

22 − = 13