ভস্মীভূত বাগরি মার্কেট, যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে বিল্ডিং-এর একাংশ

রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ১৬, ২০১৮ @ ১৪:৩৭

এসপিটি নিউজ, কলকাতা, ১৬সেপ্টেম্বরঃ এমনটা হতে পারে সেই আশঙ্কা আগেই করেছিল। তবু কারও হুঁশ ফেরেনি। না প্রশাসন, না মার্কেট কতৃপক্ষের।এমন এক জতুগৃহের মধ্যে এত বড় মার্কেট চলছে অথচ তার কোনও সুরক্ষা ব্যবস্থা নেই এটা এখন সকলে বলছেন। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে গোটা মার্কেটটাই ছাই হয়ে গেল।তবে হতাহতের কোনও খবর মেলেনি।

জানা গেছে, রাত ২টো৪৫মিনিটে মার্কেটের হকার স্টলে আগুন লাগে। রাস্তার ধারেই ল্যাম্প পোশট থাকায় ক্রমেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে চারিদিকে। মার্কেটে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নিমেষে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে দমকলের ২০টি ইঞ্জিন আসে। কিন্তু এত ঘন ঘন বিল্ডিং যে দমকলকর্মীদের কাজে অসুবিধা হয়। তারা আপ্রাণ চেষ্টা করেন।ঘটনাস্থলে দাঁড়িয়েই একথা বলেন মেয়র শোভন চ্যাটার্জি।

বিল্ডিংযের দক্ষিণ-পশ্চিম দিকে ফাটল দেখা দিয়েছে। যে কোনও মুহূর্তে ওই অনগ ভেঙে পড়তে পারে বলে আসঙ্কা করা হচ্ছে। তিন তলার আগুন কোন ভাবেই নয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। আগুন সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে। সেখানে যাওয়াও সম্ভব হচ্ছে না। এ৪ক দমকল কর্মী আগুন নেভাতে গিয়ে অসুস্থও হয়ে পড়েন। ঘটনাস্থলে দাঁড়িয়ে মেয়র শোভন চ্যাটার্জি মার্কেটের ব্যবসায়ীদের দিকেই আঙুল তোলেন। তিনি বলেন ,” একাধিকবার আমি নিজে এসে ওঁদের সতর্ক করে গেছি। তবু ওঁরা কোনও কথা শোনেনি।”

Published on: সেপ্টে ১৬, ২০১৮ @ ১৪:৩৭

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 3 =