দেশে প্রথমবার হতে চলেছে কাশী সাংসদ ট্যুরিস্ট গাইড প্রতিযোগিতা, অভূতপূর্ব ঘোষণা প্রধানমন্ত্রীর

Main দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ২৫, ২০২৩ at ০০:৫৫
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ: বিশ্ব পর্যটনে কাশীকে তুলে ধরতে উদ্যোগী হয়েছেঞ প্রধানমন্ত্রী নরেন্দ মোদি। শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে কাশীতে এক অনুষ্ঠানে দাঁড়িয়ে বলেন- যে কোনও ট্যুরিস্ট প্লেস-এ উত্তম থেকে উত্তম ট্যুরিস্ট গাইড প্রয়োজন। আর সেজন্য কাশী সাংসদ ট্যুরিস্ট গাইড প্রতিযোগিতা আয়োজন করা হবে। আর এই কাজ এজন্য করা খুব জরুরী যে আমি জানি আমার কাশী বিশ্বে ডঙ্কা বাজাতে চায়।আমি এটাও চাই যে গোটা বিশ্বে কেউ যখন গাইড নিয়ে কথা বলবে তখন কাশীর গাইডদের নাম সবচেয়ে সম্মানের সঙ্গে নেওয়া হবে।

প্রসঙ্গত, আপনাদের জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশীর সাংসদ। তিনি এই স্থানের গুরুত্ব বিশ্বের দিরবারে পৌঁছে দিতে চান। সেই জন্য তিনি এই উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি যখন এই কথা বলছিলেন তখন অনেকেই প্রতীক্ষায় ছিলেন যে কি এমন বিষয় থাকতে পারে। যা কিনা প্রধানমন্ত্রী ঘোষণা করতে চলেছে!

প্রধানমন্ত্রী মোদি বলেন- “সমস্ত লোক কাশীর সম্পর্কে তথ্যসমূহ কিভাবে জানবে। আর সেই জন্য দেশের মধ্যে প্রথমবার- আমার মনে এক ইচ্ছা জন্মেছে যা শুরু করতে চাই। এই কাজে আপনাদের আমি পাশে পেতে পারি? কি থাকবেন তো? প্রশ্ন করেন প্রধানমন্ত্রী। স্কলে সমস্বরে চিৎকার  করে সম্মতি জানান। আর তখন প্রধানমন্ত্রী উপস্থিত শ্রোতাদের ফের প্রশ্ন করেন – আরে আপনারা তো আপনারা জানলেনও না। কিন্তু তা সত্ত্বেও আপনারা হ্যাঁ করে দিলেন!” এরপরই তিনি স্কলের কৌতূহল নিরসন করেন। বলেন- “যে কোনও ট্যুরিস্ট প্লেস কিংবা পর্যটন কেন্দ্র-এ উত্তম থেকে উত্তম গাইড অত্যন্ত প্রয়োজন। আর গাইড যদি জ্ঞানী হয়, তথ্যসমূহ সম্পর্কে একেবারে সঠিক হয় – যা কিনা কেউ বলছে এটা ২০০ বছরের পুরনো, কেউ বলছে আড়াইশো বছরের পুরনো, আবার কেউ বলছে তিনশো বছরের পুরনো এমনটা নয়। ২৪০ বলছে মানে ২৪০। এই সক্ষমতা কাশীতে হুওয়া খুব জরুরী।”

প্রধানমন্ত্রী মোদি বলে চলেন- আজকাল ট্যুরিস্ট গাইড অনেক বড় রোজগারের পথ খুলে দিয়েছে। এখানে যে সব ট্যুরিস্ট আসে তারা সব কিছু জানতে চায়। তারা গাইডকে পয়সাও দিতে চায়। আর এজন্য আমার খুব ইচ্ছা হয়েছে এবং আমি চেষ্টা করছি- আর সেজন্য কাশী সাংসদ ট্যুরিস্ট গাইড প্রতিযোগিতার আয়োজন করা হবে। আপনারা গাইড হয়ে আসুন। লোকজনকে বোঝান এই জায়গার বিষয়ে। এবং একই সঙ্গে পুরস্কার পান। এই কারণে লোকেরা বুঝবে যে এখানে গাইড গাইড একটা কালচার তৈরি হয়েছে। আর এই কাজ এজন্য করা খুব জরুরী যে আমি জানি আমার কাশী বিশ্বে ডঙ্কা বাজাতে চায়।আমি এটাও চাই যে গোটা বিশ্বে কেউ গাইড নিয়ে কথা বলে তাহলে কাশীর গাইডদের নাম সবচেয়ে সম্মানের সঙ্গে নেওয়া হবে। আমি সমস্ত কাশীবাসীর কাছে আবেদন করতে চাই যে আপনার এখন থেকে তৈরি হন। ভাল করে জানুন এবং তারপর প্রতিযোগিতায় অংশ নিন।”

ট্রাভেল এজেন্টস ফেডারেশন অন ইন্ডিয়া বা টাফি’র ন্যাশনাল কমিটির সদস্য অনিল পাঞ্জাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই ঘোষণাকে অভূতপূর্ব আখ্যা দিয়ে বলেন- “একজন প্রধানমন্ত্রী পর্যটন সম্পর্কে কতটা সচেতন হলে এমন ধরনের উদ্যোগ নিতে পারে। সারা দেশ যেটা কোনও দিন কল্পনাতেও নিয়ে আসতে পারেননি সেটা প্রধানমন্ত্রী এক অসম্ভবকে সম্ভব করে তুললেন।ঠিকই বলেছেন যে কাশী বিশ্ব পর্যটনে এক বিশেষ স্থান নিতে চলেছে। তার প্রস্তুতি এখন থেকেই নিলেন তিনি। আ্র এটাও ঠিক যে ট্যুরিস্ট গাইড প্রতিযোগিতা পর্যটনের ক্ষেত্রে সারা দেশে অনুপ্রেরণা জোগাবে। কাশী থেকে যখন এটা শুরু হবে পরবর্তীকালে এটা দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে। আর তখন ছেলে-মেয়েদের একটা রোজগারের পথও যেমন মিলবে ঠিক তেমনই ভারতের পর্যটন বিশ্বে সেরার আসনে বসবে। প্রধানমন্ত্রীর এই অভূতপূর্ব উদ্যোগ সত্যি আগামিদিনে পর্যটনকে নতূন পথে চালিত করতে সাহায্য করবে।”

Published on: সেপ্টে ২৫, ২০২৩ at ০০:৫৫


শেয়ার করুন