ছুটছে তৃণমূলের বিজয়রথ, দ্বিতীয় স্থানে উঠে এল বিজেপি

Main রাজ্য
শেয়ার করুন

                                        মোট আসন/                    তৃণমূল               বিজেপি              বাম       কংগ্রেস   অন্যান্য

                                        ভোট হয়েছে

জেলা পরিষদ                  ৮২৫/৬২১                        ৩৫১                   ৯                        ২            ৪          ০

পঞ্চায়েত সমিতি              ৯,২১৭/৬,১১৯                 ২৫৪৩                ১৬২                  ৭৯         ৬৭         ১         

গ্রাম পঞ্চায়েত               ৪৮,৬৫০/৩১,৭৮৯           ২১,১৪৮          ১,৫৬৬                 ৩৫০      ২২৬       ২৯৪

 

Published on: মে ১৭, ২০১৮ @ ১৭:০৮

এসপিটি নিউজ ব্যুরোঃ বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে এগিয়ে চলেছে ত্রিস্তর পঞ্চায়েত ভোটের গণনা। ৬৬ শতয়াংশ আসনের গণনা চলছে। বাকি ৩৪ শতাংশ আসনের ভাগ্য ঝুলে আছে আদালতের উপর। তবে যা ছবি তাতে তৃণমূল কংগ্রেসের জয় নিয়ে কোনও সংশয় নেই। তাদের বিজয়রথ অব্যাহত। তবে বলার মতো ঘটনা হল সিপিএমকে দ্বিতীয় স্থান থেকে সরিয়ে সেই জায়গা দখল করে নিল বিজেপি। যাখানে বাম কিংবা কংগ্রেসের হাল খুব খারাপ।

২০টি জেলা পরিষদের মধ্যে তৃণমূল এগিয়ে আছে ১৯টিতে। যার মধ্যে নতুন জেলা পূর্ব বর্ধমান জেলা পরিষদ দখল করল তৃণমূল কংগ্রেস। এই জেলায় নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ১৮টি আসনের সব কটিই দখল করল তৃণমূল কংগ্রেস। বড়বেলুন-১ নম্বর গ্রাম পঞ্চায়েতে ৯টির মধ্যে ৮টি  জিতেছে তৃণমূল কংগ্রেস।বড়বেলুন-২ নম্বর গ্রাম পঞ্চায়েতে  ১০টির মধ্যে ৯টিতে তৃণমূল ও একটিতে সিপিএম জিতেছে। ভাতার গ্রাম পঞ্চায়েতে ২১টি আসনের মধ্যে তৃণমূল ১৩টি বিজেপি ও সিপিএম ৩টি করে আর নির্দল জিতেছে ২টি আসন। বল্গোনা গ্রাম পঞ্চায়েতে ১৭টির মধ্যে তৃণমূল জিতেছে ১৪ট, নির্দল জিতেছে ৩টি আসনে।

পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় জয়ি হয়েছে তৃণমূল কংগ্রেস। ভাঙর ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে জয়ী হয়েছে আরাবুল ইসলাম। যিনি এখন জেলে আছেন। জলপাইগুড়ি মালবাজের জয়ী হয়েছে তৃণমূল।

বীরভূমের ময়ূরেশ্বর পঞ্চায়েতে জয়ি হয়েছেন বিজেপির দুধকুমার মণ্ডল। যদিও ঐ পঞ্চায়েতটি এবার বিজেপির হাতছাড়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় পোলেরহাটে হোয়াটসঅ্যাপে জমা দেওয়া মনোনয়নের আটটি আসনের ৫টিতেই জয়ী হয়েছে নির্দল প্রার্থীরা।আরামবাগের আরান্ডির তিনটি আসন সিয়ারা, রাগপুর, গোবরায় জয়ী হয়েছে নির্দল প্রার্থীরা।

নদিয়ার ফুলিয়ায় ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ। পুলিশের লাঠিচার্জ। নদিয়ার কৃষ্ণগঞ্জে ছাপ্পা মারতে গিয়ে ধরা পড়ল। গণনা বন্ধ। রানীগঞ্জ ব্লকের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতে জয়ী তৃণমূল।

সালানপুরেও জয়ের বিজয়রথ ছোটাল তৃণমূল কংগ্রেস। সেখানে এথোড়া, বাসুদেবপুর জেমারি, সালানপুর, দেন্দুয়া, রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস। জামুড়িয়া ব্লকের হিজল্গড়াও এল তৃণমূলের দখলে। রাজার হাটের জ্যাংড়া-হাতিয়ারা ২ গ্রাম পঞ্চায়েতও জিতে নিল তৃণমূল কংগ্রেস। সর্বত্রই শাসক দলের জয়জয়কার।

পশ্চিম মেদিনীপুরের পিংলা, কেশপুর, দাসপুর, গড়বেতা, ঘাটালে সব প্রায় কটি পঞ্চায়েত নিজেদের দখলে নিল তৃণমূল কংগ্রেস।

Published on: মে ১৭, ২০১৮ @ ১৭:০৮

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 5 = 1