আবৃত্তি কলাকেন্দ্রের ১০৪ জন ছাত্র-ছাত্রীর ‘কবি প্রণাম’ মন ভরাল সকলের

বিনোদন রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                                ছবি-রামপ্রসাদ সাউ

 

Published on: মে ১৬, ২০১৮ @ ২৩:০৬

এসপিটি নিউজ, মেদিনীপুর, ১৬ মেঃ ওরা সকলেই কবিতা-গান-আবৃত্তির সঙ্গে যুক্ত। রবীন্দ্র সংস্কৃতিকে ওরা ভালোবাসে। আর তাই বিশ্বকবির জন্মদিবসকে উদযাপন করবে না তা কি হয়! তাই মঙ্গলবার ওদের প্রতিষ্ঠান আবৃত্তি কলাকেন্দ্র মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয় প্রেক্ষাগৃহে আয়োজন করেছিল ‘কবি প্রণাম’। যেখানে রবীন্দ্র বিষয়ক সব আয়োজনই ছিল।

এই অনুষ্ঠানে ১০৪ জন ছাত্র ছাত্রী একক,দ্বৈত,সম্মেলক আবৃত্তি, আলেখ্য, শ্রুতি নাটক, সহ সংগীত ও নৃত্য পরিবেশনে অংশগ্রহণ করে।অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের প্রশিক্ষক মোম চক্রবর্তীর পরিচালনায় আবৃত্তি ও সংগীতের মেলবন্ধনে উদ্বোধনী অনুষ্ঠান শ্রোতাদের মন কেড়ে নেয়।

পরিবেশিত হয় আলেখ্য ‘রবির আলোয়’। অনুষ্ঠানের অতিরিক্ত আকর্ষণ ছিল অতিথি শিল্পী হিসেবে শহরের বিশিষ্ট বাচিক শিল্পী দম্পতি অমিয় পাল ও মালবিকা পালের অনন‍্য পরিবেশনা ‘দেবতার গ্রাস’ শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে।সবশেষে পরিবেশিত হয় শ্রুতি নাটক ‘ঝরাপাতা’। নাট‍্যকার জয়ন্ত চক্রবর্তী রচিত এই শ্রুতি নাটকে অভিনয় করেন মোম চক্রবর্তী, অরিন্দম মুখোপাধ্যায়, শায়েরী চক্রবর্তী এবং একটি বিষয়ে চরিত্রে রূপদান করেন বিশিষ্ট সংগীত শিল্পী আলোক বরণ মাইতি।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শৈবাল চ‍্যাটার্জি ও বর্নালী ঘোষ।নৃত্য পরিবেশন করে কঙ্কনা বেরা ও সোমপ্রিয়া সেন।সমগ্ৰ অনুষ্ঠান সংযোজনায় ছিলেন মোম চক্রবর্তী ,দেবদিন্ন চক্রবর্তী, শ্বেতা ভৌমিক ও শায়েরী চক্রবর্তী।

Published on: মে ১৬, ২০১৮ @ ২৩:০৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 4 =