‘ ভারত কা অমৃত মহোৎসব ‘ স্মরণে আগামিকাল থেকে রাজ্যে শুরু বিজ্ঞানভিত্তিক মৎস্য প্রশিক্ষণ

Main দেশ প্রাণী ও মৎস্য বিজ্ঞান রাজ্য
শেয়ার করুন

Published on: এপ্রি ২০, ২০২১ @ ১৮:৪৭
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২০ এপ্রিলঃ  ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপনের লক্ষ্যে দেশজুড়ে এক উদ্যোগ নেওয়া হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘ভারত কা অমৃত মহোৎসব’। এর স্মরণে আগামিকাল ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল তিনদিনের এক বিজ্ঞানভিত্তিক মৎস্য প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ভার্চুয়াল এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেবেন রাজ্যের একাধিক জেলার কৃষকরা।

বিজ্ঞানভিত্তিক মৎস্য প্রশিক্ষন

জৈবপ্রযুক্তি অধিদফতর (ডিবিটি)সমাজে বায়োটেকনোলজির সম্ভাবনা, যাত্রা ও প্রভাব প্রদর্শনের জন্য ‘ভারত কা অমৃত মহোৎসব’  স্মরণে বিভিন্ন কার্যক্রমের পরিকল্পনা করছে।দেশজুড়ে এই মহোৎসবের  অঙ্গ হিসাবে নানা ধরনের কার্যকলাপ শুরু হয়ে গেছে। ডিবিটি,  ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়, বায়োটেক কিষান হাবের ভারতের অর্থায়নের মিশন মোড প্রোগ্রাম, গবেষণা, সম্প্রসারণ ও খামার অধিদপ্তর, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও উদ্যোগে এই প্রশিক্ষন শিবির অনুষ্ঠিত হতে চলেছে।

এই শিবির ২১ এপ্রিল শুরু হবে। চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। ডিবিটি,  ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়, বায়োটেক কিষান হাবের ভারতের অর্থায়নের মিশন মোড প্রোগ্রাম, গবেষণা, সম্প্রসারণ ও খামার অধিদপ্তর, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও উদ্যোগে এই প্রশিক্ষন শিবির অনুষ্ঠিত হতে চলেছে।বিজ্ঞানভিত্তিক মৎস্য প্রশিক্ষন শিবিরে অংশ নেবে রাজ্যের কৃষকরা। যার মধ্যে থাকছে রাজ্যের সম্ভাবনাময় জেলা নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ, দক্ষিণ দিনাজপুরের কৃষকরা। প্রশিক্ষণ চলবে দুপুর দু’টো থেকে চারটে পর্যন্ত।

ভারত কা অমৃত কা মহোৎসব-এর উদ্দেশ্য

২০২২ সালের ১৫ আগস্টের আগে ভারত সরকার স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তির পূর্বে উদযাপন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এই উৎসবটির লক্ষ্য ২০৪৭ সালের দিকে তাকিয়ে ভারতের জন্য একটি দৃষ্টি তৈরি করা। এই মহোৎসবের উদ্দেশ্যি হল প্রযুক্তি ও বৈজ্ঞানিক কৃতিত্বের পাশাপাশি এই উত্সবে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। এ ছাড়া কিছু অজানা জায়গার অবদান এবং কিছু মুক্তিযোদ্ধার অবদান তুলে ধরা।এ উপলক্ষে সরকার বিভিন্ন মেগা প্রকল্প জাতির উদ্দেশ্যে উত্সর্গ করবে। বিভিন্ন মন্ত্রণালয়কে বিভিন্ন মূল প্রকল্পগুলি সনাক্ত করতে বলা হয়েছে এবং সমস্ত মন্ত্রণালয়কে এই মহোৎসবের মাধ্যমে স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপন শুরু করতে বলা হয়েছে।

Published on: এপ্রি ২০, ২০২১ @ ১৮:৪৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

76 − = 72