শ্রদ্ধা-ভালবাসায় বিদায় নিলেন বাংলাদেশের কিংবদন্তী শিল্পী আয়ুব বাচ্চু

Main বাংলাদেশ বিদেশ
শেয়ার করুন

Published on: অক্টো ১৯, ২০১৮ @ ২২:৩২

এসপিটি নিউজ, ঢাকা, ১৯ অক্টোবর : জাতির পক্ষ থেকে হাজার হাজার মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় বিদায় নিলেন কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু। জাতীয় ঈদগা ময়দানে প্রথম জানাজায় শিল্পীর ভক্তদের ঢল নেমেছিল। কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা নিবেদন এবং বাদ জুমা দুপুর দু’টায় জাতীয় ঈদগাহ ময়দানে শিল্পীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর শিল্পীর মরদেহ চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে মায়ের কবরের পাশে শিল্পী আইয়ুব বাচ্চুকে আগামীকাল শনিবার দাফন করা হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত শিল্পীর কফিনে বিভিন্ন শ্রেণী-পেশার অগণিত মানুষ লাইন ধরে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে পুষ্পার্ঘ প্রদান করে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানাতে এসে অসংখ্য মানুষ কান্নায় ভেঙে পড়েন। হাতে গোলাপ, পুস্পার্ঘ এবং চোখ থেকে ঝরছে শোকাশ্রু, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তারা প্রিয় শিল্পীর কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পক্ষ থেকে শিল্পীর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। শহীদ মিনারে স্থাপিত শ্রদ্ধাজ্ঞাপনের মঞ্চে শিল্পীর কফিনের পাশে তার স্ত্রী, ছোট ভাই মাসুদুর রহমানসহ আত্মীয়-স্বজন এবং সর্তীর্থ শিল্পীরা উপস্থিত ছিলেন।

শহীদ মিনারে প্রথম শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরপর আওয়ামী যুব লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্চাসেবক লীগ নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। পরে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি সহ একাধিক সংগঠনের পক্ষ থেকে শিল্পীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানান সংগীত শিল্পী, নাট্যকার অভিনেতা, নাট্য নির্মাতা ও বিভিন্ন ব্য্যন্ড দলের শিল্পীবৃন্দ।

শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপনের ফাঁকে ফাঁকে শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ ও শিল্পীর কর্মজীবন নিয়ে বক্তব্য রাখেন নাট্য ও চলচ্চিত্র নির্মাতা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, শিল্পী ফকির আলমগীর, কথাশিল্পী ইমদাদুল হক মিলন,শিল্পী টিটু প্রমুখ। আবৃত্তি শিল্পী ড. শাহাদাত হোসেন নিপু পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। দুপুর একটার দিকে শহীদ মিনার থেকে শিল্পীর কফিন নিয়ে শবযাত্রা সহকারে জাতীয় ঈদগাহের উদ্দেশে রওনা হন সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ।

শবযাত্রায় শত শত মানুষ অংশ নেন। জুম্মার নামাজের পর জাতীয় ঈদগায় শিল্পীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন দলের নেতৃবৃন্দ, শিল্পী আইয়ুব বাচ্চুর স্বজন-বন্ধুরা, সংগীত শিল্পী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় হাজার হাজার মানুষ অংশ নেন। জানাজার পর জানানো হয়,শিল্পীর মরদেহ চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে। আগামীকাল চট্ট্রগ্রামে দ্বিতীয় জানাজা শেষে মায়ের কবরের পাশে শিল্পী আইয়ুব বাচ্চুর লাশ দাফন করা হবে।

Published on: অক্টো ১৯, ২০১৮ @ ২২:৩২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

21 − 19 =