ভারতের মানবিক মুখঃ পাকিস্তানি যুবককে ফেরাল ভারতীয় সেনা

Main দেশ প্রতিরক্ষা বিদেশ
শেয়ার করুন

Published on: এপ্রি ৭, ২০২১ @ ২১:১৭

এসপিটি নিউজঃ শত্রুতা থাকলেও এক্ষেত্রে উঠে এল এক মানবিক মুখ। ভারতীয় সেনা কাপড়-মিষ্টি সমেত এক পাকিস্তানি যুবককে সেদেশে ফিরিয়ে দিল। আজ এমনই এক মানবিক মুখ দেখা গেল তিতওয়াল ক্রসিং পয়েন্টে।

সংবাদ সংস্থা এএনআই ভারতীয় সেনাকে উদ্ধৃত করে জানিয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ এক যুবককে মানবিক দিক বিচার করে তিতওয়াল ক্রসিং পয়েন্ট থেকে পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দিয়েছে। ফেরার সময় তার হাতে কাপড় ও মিষ্টি দেওয়া হয়েছিল। তিনি পাকিস্তানের অবৈধ দখলে থাকা কাশ্মীরের লিপা এলাকার বাসিন্দা এবং ৫ এপ্রিল এলওসি অতিক্রম করে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা এলাকায় ঢুকেছিল।

আজ ভারতীয় সেনা সমস্ত নিয়ম মেনে ওই যুবককে পাকিস্তানি সেনাদের হাতে সমর্পন করে।

Published on: এপ্রি ৭, ২০২১ @ ২১:১৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 5 = 2