ভারতের এই একটি বুথে ভোটের হার ১০০ শতাংশ, কেন জানেন

দেশ লোকসভা ভোট 2019
শেয়ার করুন

Published on: এপ্রি ২৩, ২০১৯ @ ২০:২১

এসপিটি নিউজ ডেস্কঃ নেই কোনও কেন্দ্রীয় বাহিনী। নেই হানাহানি। নেই রক্তপাত। আছে কেবল নিস্তব্ধতা আর প্রকৃতির অপার সৌন্দর্য। এমনই জায়গা হল গুজরাটের গির অভয়ারণ্য। এই অরণ্যে মাত্র একজন ভোটারের জন্য করা হয় একটি বুথ। নির্বাচন কমিশন তাদের সমস্ত রীতিনীতি মেন এই আর পাঁচটি জায়গার মতো এখানেও বুথ করে।

গির অভয়ারণ্যে একজন ভোটারের জন্য একটি বুথ

1) আর সেই বুথে ভোট পড়ল একশো শতাংশ। কিভাবে এটা সম্ভব হল জানেন? আসলে এখানে ভোটার মাত্র একজন। আজ যথারীতি তিনি এসে ভোট দিতেই ভোটের হার একশো শতাংশ স্পর্শ করে। এর ফলে নির্বাচন কমিশনের সারা দেশের মধ্যে সমস্ত বুথের মধ্যে গির অভয়ারণ্যের বুথ একশো শতাংশ ভোটের হার সাফল্য পেয়ে গেল।

2) যিনি এখানে ভোট দিতে এসেছিলেন তিনি হলেন জুনাগড়ের বাসিন্দা ভরতদাস বাপু। নিজের ভট নিজে দিয়ে খুব খুশি ভরতদাস বাপু। সংবাদ সংস্থা এএনআই সেই ছবি তুলে ধরেছে। যেখানে দেখা গেছে গির অভয়ারণ্যের পথ দিয়ে ভোট দিতে চলেছেন ভরতদাস। এরপর তিনি বুথে গিয়ে নিজের ভোট দিয়ে আঙুল তুলে দেখাচ্ছেন যে তিনি ভোট দিয়েছেন।

3) ভরতদাস বাপু সংবাদ সংস্থা এএনআই-কে জানান- সরকার একটি ভোটের জন্য একটি বুথের পিছনে অর্থ ব্যয় করেছে। আমি ভোট দিয়েছি এবং এখানে একশো শতাংশ ভোট পড়েছে। আমি অনুরোধ করব সকল্কে আপনারা যান এবং ভোট দিন।”

Published on: এপ্রি ২৩, ২০১৯ @ ২০:২১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =