পর্যটন মেলা ২০২২- আপনি কি কোথাও ঘুরতে যেতে চান? তাহলে চলে আসুন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, কবে জেনে নিন

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ২, ২০২২ @ ২১:৪৯
Update on: June 3, 2022 @ 17:43
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২ জুন: বাঙালি আবার বেড়িয়ে পড়েছে। লাগেজ গুছিয়ে পছন্দের গন্তব্যে। অনেকে এখনও ঠিক করে উঠতে পারছে না বেড়িয়ে পড়াটা কী ঠিক হবে!আবার কেউ মানসিকভাবে ঘুরতে যাবার সিদ্ধান্ত নিয়ে  ফেলেছে কিন্তু কোথায় যাবে, সেখানে থাকার জায়গা পাওয়া যাবে কিনা আরও নানা খুঁটিনাটি বিষয় জানার জন্য খোঁজখবর নিতে শুরু করে দিয়েছে। আর সেই মুহূর্তে এ মাসের ১০, ১১ ও ১২ জুন ২০২২ কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সংলগ্ন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বসছে পর্যটন মেলা ২০২২। যেখানে এলে ভ্রমণপ্রেমী মানুষ তার বেড়ানো সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এখান থেকেই ছকে ফেলতে পারবেন বেড়ানোর প্যাকেজ প্ল্যানিং।

কোন পরিপ্রেক্ষিতে এই পর্যটন মেলার আয়োজন

ঠিক কোন পরিপ্রেক্ষিতে এই পর্যটন মেলার আয়োজন করা হয়েছে সেকথা বিস্তারিতভাবে এসপিটিকে জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার্স অব বেঙ্গল-এর এক্সিকিউটিভ সদস্য অভিষেক চৌধুরী। তিনি তুলে ধরেছেন পর্যটন মেলার মূল আকর্ষণ বিষয় নিয়েও। এখানে এলে ভ্রমণপ্রেমী কিংবা ঘুরতে যাওয়া পর্যটনপ্রেমীরা কত সহজে বেড়ানোর নানা হালহকিকত পেয়ে যাবেন জানিয়েছেন সেকথাও।

অভিষেক বলেন- “খাওয়া আর ঘোরা দুটোই ওতপ্রোতভাবে জড়িত। বাঙালি ঘুরতে ভালোবাসে। একই সঙ্গে খেতেও ভালোবাসে। তাই এই দু’টি একই সঙ্গে থাকছে কলকাতা পর্যটন মেলায়। শুরু হচ্ছে আগামী ১০ জুন শুক্রবার। চলবে ১২জুন রবিবার পর্যন্ত। সেখানে যেমন থাকবে সুস্বাদু খাবের স্টল ঠিক তেমনি থাকবে আপনার পছন্দের গন্তব্যের খোঁজখবর নিয়ে একাধিক স্টল।”

বেড়ানোর অনেক খবর দেবে পর্যটন মেলা ২০২২

কোভিডের জন্য দু’বছর বহু মানুষই বাড়ি থেকে বেরোতে পারেনি। ঘরবন্দি হয়ে ছিল। অনেকে ঘোরার জন্য মুখিয়ে আছে। কোথায় বেড়াতে যাবে চলছে তারা নানা প্ল্যানিং। অনেকে সাহস করে গেছে। অনেকে ভ্রমণ করছে। কিন্তু এখনও অনেকে সাহস পায়নি। তারা ভাবছে- কোভিড এখনও পুরোপুরি গেছে, তাহলে আমরা এবার যেতে পারি। “তাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি। আমাদের অ্যাসোসিয়েশন অব ট্যুরিজম সার্ভিস প্রোভাই্ডার্স অব বেঙ্গল একটা নতুন পর্যটন মেলা নিয়ে আসছে। আপনাদের জন্য অনেক রকম প্যাকেজের অপশন নিয়ে। যেটা হতে চলেছে ১০, ১১ ও ১২ জুন ২০২২। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সংলগ্ন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। যেখানে বিভিন্ন রাজ্যের পর্যটন কেন্দ্র আসছে। বিভিন্ন ট্রাভেল এজেন্টস আসছে। বিভিন্ন সরকারি পর্যটন সংস্থা আসছে। সেখানে আপনারা গেলেই সমস্ত ইনফর্মেশন পেয়ে যাবেন।” বলেন অভিষেক।

কি কি থাকছে পর্যটন মেলায়

কি কি থাকছে এই পর্যটন মেলায় অভিষেক তারও একটা চিত্র তুলে ধরেছেন। এই পর্যটন মেলায় পশ্চিমবঙ্গের উপর যেমন- ইলিশ উৎসব, সুন্দরবন ভ্রমণ থেকে বাংলার কৃষ্টি-সংস্কৃতি থাকছে, ঠিক তেমনই থাকছে অন্যনায় রাজ্যের বেড়ানোর জায়গার নানা খুঁটিনাটি বিষয়ও। আলাদা রাজ্য যেমন- সিকিম, আন্দামান, রাজস্থান, কেরালা, উত্তরাখন্ড, হিমাচল, জম্মু ও কাশ্মীর, মধ্যপ্রদেশ সহ আরও অনেক জায়গার উপর নানা লোভনীয় প্যাকেজের খবর পেয়ে যাবেন। যা দেখে শুনে আপনারা নিজেদের ভ্রমণের প্ল্যান করতে পারবেন সহজে। পাবেন হোটেল বুকিং-এরও খোঁজখবর।যোগ করেন অভিষেক।

“এছাড়াও আপনারা যদি বিদেশ ভ্রমণ করতে চান, যেমন থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দুবাই, মরিশাস, ইউরোপ, কাজাখস্থান, রাশিয়া সহ নানা দেশের উপর প্রচুর প্যাকেজ আছে। সেখানে আপনারা নিজের মতো প্যাকেজ বেছে নিতে পারেন।”

তারিখ মনে রাখবেন

“অর্থাৎ একটা পর্যটন মেলা যেখানে এলে আপনারা সবরকমের অভিজ্ঞতা পাবেন। আপনারা নিজেদের মতো করে প্যাকেজ তৈরি করে নিতে পারেন। কিংবা পছন্দের প্যাকেজ বেছে নিতে পারেন। সামনে দুর্গাপুজো আসছে। আমরা অনেকেই প্ল্যান করছি ঘুরতে যাব।আপনারা সেভাবে পর্যটন মেলায় গিয়ে নিজেদের ঘোরার প্ল্যানটা করে ফেলতে পারেন।তাই তারিখ মনে রাখবেন-১০,১১ ও ১২ জুন ২০২২। মন খুলে ঘুরুন আর খাবারের আনন্দ নিন।” বলেন অভিষেক।

Published on: জুন ২, ২০২২ @ ২১:৪৯

Update on: June 3, 2022 @ 17:43

শেয়ার করুন