তৃতীয় দফাতেই লোকসভা ভোটের প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গেল পশ্চিমবঙ্গে, নিহত কংগ্রেস কর্মী

দেশ লোকসভা ভোট 2019
শেয়ার করুন

Published on: এপ্রি ২৩, ২০১৯ @ ২১:৩১

এসপিটি নিউজ ব্যুরো: লোকসভা ভোটে প্রথম মৃত্যুর ঘোটনা ঘটল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। কংগ্রেস-তৃণমূল সঙ্ঘর্ষে নিহত হল এক কংগ্রেস কর্মী। নিহতের নাম তিয়ারুল শেখ। তাঁকে তাড়া করে নিয়ে গিয়ে পেটে হাঁসুয়া চালিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদি ও তারা এই ঘটনা কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের বলে উড়িয়ে দিয়েছে।

ঘটনার সূত্রপাত এদিন দুপুরে ভগবানগোলার বালিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ১৮৮ নম্বর বুথে।অভিযোগ, তিয়ারুল শেখ যখন নিজের ভট দিয়ে বাড়ি ফিরছিলেন সেইসময় বুথের কাছেই একদল দুষ্কৃতী জড়ো হয়েছিল। যারা সকলেই তৃণমূলের আশ্রিত বলে অভিযোগ। তাদের মধ্যে লালু নামে একজন তিয়ারুলকে লক্ষ্য করে প্রথমে অশ্রাব্য গালিগালাজ করতে থাকে। তারপর তাকে তাড়া করে নিয়ে যায়। বাড়ির কাছেই লালু আচমকা তিয়ারুলের পেটে হাঁসুয়া চালিয়ে দেয়।

রক্তাক্ত অবস্থায় তিয়ারুল সেখানে লুটিয়ে পড়তেই স্থানীয় লোকজন তাঁকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু রক্তপাত বন্ধ না হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় বহরম্পুর মেডিক্যাল কলেজ। কিন্তু শেষ রক্ষা হয়নি। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিয়ারুল।

কংগ্রেস প্রার্থী আবু হেনা অভিযোগ করেন-“পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে। অথচ পুলিশ নীরব দর্শক হয়েই থেকেছে। তৃণমূলের গুন্ডারাই পুলিশের উপস্থিতিতে কংগ্রেস করমী তিয়ারুল শেখকে হত্যা করেছে। আমরা এই ঘটনার কথা নির্বাচন কমিশনকে জানিয়েছি।”

তৃণমূল প্রার্থী আবু তাহের অভিযোগ অস্বীকার করে বলেন-“আসলে এটা কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তবে কোনও মৃত্যুই কাম্য নয়।আমরা চাই, এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।

Published on: এপ্রি ২৩, ২০১৯ @ ২১:৩১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 4 =