ভারতের ইতিহাসে এই প্রথম কাগজে নয় ট্যাব-এ বাজেট পড়বেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ১, ২০২১ @ ০৯:৪১

এসপিটি নিউজ, নয়া দিল্লি, ১ ফেব্রুয়ারি: সারা দেশ তাকিয়ে আছে এ বারের বাজেটের দিকে। কতটা সুবিধা হবে বেকার যুবক-যুবতীদের। শিল্প-কৃষি থেকে শুরু করে অন্যনায় ক্ষেত্রেই বা কেমন হবে বাজেট। এসব কিছুর জন্য সকলের নজর এখন আজকের বাজেট পেশের দিকে। ইতিমধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ও দফতরের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর পৌঁছে গিয়েছেন সংসদে। তবে। এবারের বাজেট এক দিক থেকে ঐতিহাসিক বাজেট হতে চলেছে। করোনা কালে এই বাজেট পেশ হতে চলেছে সম্পূর্ণ কাগজবিহীন। অর্থমন্ত্রী সীতারমণ এবারের বাজেট তাই পড়বেন ট্যাব-এ। অনলাইনে পাওয়া যাবে এর সফট কপি।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, অর্থ ও কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর এবং অর্থ মন্ত্রকের উর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতি কোবিন্দের সাথে রাষ্ট্রপতি ভবনে ইউনয়ন বাজেট ২০২১-২২ উপস্থাপনের আগে সাক্ষাত করেন।

সকলেরই নজর আছে এবারের বাজেটের দিকে। করোনা কালে দেশ সব থেকে অর্থনৈতিক ভাবে বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে। বহু মানুষ কর্মচ্যুত হয়েছে। কাজ হারিয়ে তীব্র আর্থিক সঙ্কটের মুখে দাঁড়িয়েছে কয়েক লক্ষ মানুষ। এই পরিস্থিতিতে এবারার বাজেট যে বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

যদিও অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর সোমবার সকালে জানান যে এই বাজেট হবে মানুষের প্রত্যাশা মত। মোদী সরকারের ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’ মন্ত্রে নিয়ে কাজ করা হয়েছে। আত্মনির্ভর প্যাকেজও ঘোষণা করা হয়েছে। অতিমারীতে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে দ্রুত আগের অবস্থানে ফিরিয়ে আনতে এই বাজেট ভারতকে নতুন দিশা দেখাবে। এদিন সকালে বাড়ির মন্দিরে পুজো দেন অনুরাগ।

করোনা কালে দেশ সব থেকে বেশি আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের অর্থনীতির চার দশকের মধ্যে সবচেয়ে খারাপ পারফরম্যান্সে নজির গড়েছে ২০২০ সাল। সেই ক্ষতিগ্রস্ত স্থানগুলিকে কীভাবে আর্থিকভাবে পুনরুদ্ধার করা যায় সেই দিকটি মূল পয়েন্ট হিসেবে দেখা যেতে পারে এবারের বাজেটে। এই বাজেটে সেই লক্ষ্য রয়েছে সকলের।

Published on: ফেব্রু ১, ২০২১ @ ০৯:৪১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 3