ভারতী ঘোষের দেহরক্ষী সুজিত মন্ডলের একদিনের পুলিশি হেফাজত

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– বাপ্পা মন্ডল

Published on: ডিসে ২৩, ২০১৮ @ ২১:৪৫

এসপিটি নিউজ, ঘাটাল, ২৩ ডিসেম্বরঃ শনিবার দিল্লি থেকে ভারতী ঘোষের দেহরক্ষী সুজিত মন্ডলকে গ্রেফতার করেছিল সিআইডি। আজ ধৃত সুজিত মন্ডলকে তোলা হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল আদালতে। বিচারক সপ্তপর্না সেনগুপ্ত ধৃত সুজিত মন্ডলকে একদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।আগামিকাল সোমবার তাকে মেদিনীপুর জেলা আদালতের স্পেশাল আদালতে তোলা হবে।

সিআইডি সূত্রে জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে দাসপুর থানার চাঁইপাট এলাকার ব্যবসায়ী চন্দন মাজির অভিযোগের ভিত্তিতে দাসপুর থানায় প্রতারনা ও তোলাবাজির মামলা রুজু হয়েছিল। সেই মামলায় অভিযুক্ত ছিলেন একাধিক পুলিশ আধিকারিক।এর মধ্যে চারজন গ্রেফতার হয়েছেন। তদন্তে সিআইডি জানতে পারে প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ ও তাঁর দেহরক্ষী সুজিত মন্ডলও এই মামলায় জড়িত আছে। এরপর সিআইডি-র আবেদনের ভিত্তিতে ঘাটাল আদালত সুজিতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং লুক আউট নোটিশ জারি করে। গত জুলাই মাসে পুলিশের নজর এড়িয়ে পালায় সুজিত।শনিবার দিল্লিতে সিআইডি গ্রেফতার করে সুজিতকে।

সিআইডি বলছে- দিল্লির যেখান থেকে সুজিতকে গ্রেফতার করা হয় সেখানেই সে দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিল। সিআইডি মনে করছে এবার এই মামলায় অন্যতম অভিযুক্ত ভারতী ঘোষের সন্ধান পাওয়া সহজ হবে।

Published on: ডিসে ২৩, ২০১৮ @ ২১:৪৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

42 − 38 =