পশ্চিমবঙ্গে শিল্পের মন্দাঃ রাজ্যের নীতিকেই দায়ী করলেন বক্তারা

Main অর্থ ও বাণিজ্য রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– জয়দীপ রায়

Published on: মে ১৩, ২০১৯ @ ২০:২১

এসপিটি নিউজ, কলকাতা, ১৩মে: একদিকে রাজ্যের শিল্পনীতি আর এক দিকে বিগত বছরের শিল্পে ধাক্কা খাওয়া থেকে সামলে উঠতে ব্যর্থ পশ্চিমবঙ্গ। গত কাল কলকাতায় আই.সি.সি.আর হল-এ শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে ‘মুক্তির পথ” বলে পশ্চিমবঙ্গে শিল্পের বর্তমান পরিস্থিতি শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এভাবেই নিজেদের মতামত তুলে ধরেন।

‘শিল্পে গত ৪০ বছরের ধাক্কা থেকে বেরোতে পারেনি রাজ্য’

এই সভায় বিশিষ্টজনেরা সবাই বাংলার শিল্প বাণিজ্য নিম্নমুখী হওয়ার গতি প্রকৃতি নিয়ে আলোচনা করেন। রাজনৈতিক কারণে কি ভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যাযের “সুজলাঙ সুফলাং” বাংলার শিল্প বাণিজ্য  নিম্নমুখী হতে শুরু করে নিজের অস্তিত্য বিপন্ন করে তুলেছে। দাবী সম্পন্ন বাম আন্দোলন “চলছে না চলবে না”, সরকারি কর্মচারীদের মনোভাব যদি “আসি যাই মাইনে পাই” কিংবা বেকার যুবকদের ভরাতে পেট “পশ্চিমবঙ্গ জুড়ে সিন্ডিকেট” সবই উঠে আসে এই আলোচনাতে।

অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি শিশির বাজোরিয়া, ফাউন্ডেশনের ডিরেক্টর ডঃ অনির্বান গাঙ্গুলি, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের প্রাক্তন সভাপতি তথা শিল্পপতি গৌরব স্বরূপ।

স্বপনবাবু বলেন, ‘বিচ্ছিন্ন কিছু বিনিয়োগ ছাড়া এরাজ্যে শিল্প সেই ভাবে দানা বেধে ওঠেনি।’ তাঁর কথায়, ‘যে ধাক্কাটা গত 30-40 বছর ধরে শিল্পের ক্ষেত্রে খেয়েছে তার থেকে এখনো রাজ্য বেরোতে পারেনি। তবে ধীরে ধীরে শিল্প আসতে শুরু করলে সেটা রাজ্যবাসীর কাছে একটা আশার দিক হয়ে উঠবে।’

রাজ্যকে দায়ী করলেও আশাবাদী শিশির বাজোরিয়া

শিল্পপতি শিশির বাজোরিয়া আবার এরাজ্যে শিল্প স্থাপনের প্রতিবন্ধকতার কারণ হিসেবে রাজ্য সরকারের নীতিকেই সরাসরি দায়ী করে বলেন,  ‘যদি সরকার নিজেই আত্মসন্তটিতে ভোগে অর্থাৎ সরকার যদি মনে করে আমার রাজ্যে সব হচ্ছে অথচ বাস্তবে কিছুই হচ্ছে না তাহলে আর কিছুই হবে না। যেটা বাস্তব সেটাই মেনে নিতে হবে বর্তমান সরকারকে, তাহলেই নতুন কিছু হবার সম্ভাবনা তৈরি হয়।’ তবে বাংলায় আবার স্বর্ণযুগ ফিরে আসার বিষয়ে আশাবাদী শিল্পপতি বাজোরিয়া মনে করেন- সেজন্য কিন্তু পরিশ্রম করতে হবে। একই সঙ্গে শিল্প বান্ধব পরিবেশের না হওয়ার জন্য তিনি রাজ্য সরকারকেই দায়ী করেছেন।পাশাপাশি আর এক বক্তা শিল্পপতি শ্রী স্বরূপ রাজ্যে শিল্পবান্ধব পরিবেশের জন্য পরিকাঠামোর উন্নতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।ছবিটি প্রতীকি

Published on: মে ১৩, ২০১৯ @ ২০:২১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

33 + = 34