‘ভগবান মহাবীর অহিংস পুরস্কার’-এ সম্মানিত হবেন বীর পাইলট অভিনন্দন

দেশ
শেয়ার করুন

Published on: মার্চ ৩, ২০১৯ @ ২১:১৯

এসপিটি নিউজ ডেস্কঃ ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন ভর্তমানকে ভগবান মহাবীর অহিংসা পুরস্কার প্রদান করা হবে। অখিল ভারতীয় দিগম্বর জৈন মহাসমিতির এক কর্তা রবিবার এ খবর জানিয়েছেন।

২৭শে ফেব্রুয়ারি F-16 যুদ্ধবিমানে R-73 এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র নিয়ে ভারতে আঘাত হানার পরিকল্পনা করেছিল সেইসময় মিগ-২১ বাইসনের পাইলট হিসেবে অভিনন্দন তার পিছু নিয়ে সেটিকে ধ্বংস করতে সফল হয়। সেইসময় ভারতীয় যুদ্ধবিমানটিও ক্ষতিগ্রস্ত হয়। তখন প্যারাশুটে করে অভিনন্দন পাকিস্তানের জমিতে নাওতেই তাঁকে পাক সেনারা গ্রেফতার করে। ১ মার্চ তাঁকে মুক্তি দেওয়া হয়।

সংগঠনের চেয়ারপারসন মনীন্দ্র জৈন কর্তৃক নয়া দিল্লিতে মহারাষ্ট্র শাখার অধ্যক্ষ পরস লোহাদকে বলেন, দেশের যোদ্ধা পাইলট অভিনন্দনকে এই পুরস্কার দেওয়া হবে।

এই পুরস্কারটির নগদ মূল্য ২.৫১লক্ষ টাকা,  এছাড়াও দেওয়া হবে একটি স্মারক এবং একটি উদ্ধৃতি সহ একটি স্মারকও প্রদান করা হবে।আগামী ১৭ই এপ্রিল মহাবীর জয়ন্তীতে এই পুরস্কার তুলে দেওয়া হবে বীর অভিনন্দনের হাতে,বলেন লোহাদ।

Published on: মার্চ ৩, ২০১৯ @ ২১:১৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

34 − = 27