বিজ্ঞান মেলার প্রস্তুতি, হাতে কলমে বিজ্ঞান শিক্ষার কর্মশালা

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ১৯, ২০২৩ @ ১৮:৩০

এসপিটি নিউজ, কলকাতা, ১৯ ফেব্রুয়ারি: হাতে কলমে বিজ্ঞান শিক্ষার কর্মশালায় অংশ নিলেন ৫০জন ছাত্র-ছাত্রী। মার্চ মাসে অনুষ্ঠিত হতে যাওয়া বিজ্ঞান মেলার প্রস্তুতি হিসাবে গতকাল এই কর্মসূচি নেওয়া হয়।

স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ‘সবার দেশ আমাদের দেশ’ এই আহ্বানে বিজ্ঞান, যুক্তিবাদ ও মানবতার প্রসারের জন্য ‘আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মারক বিজ্ঞান মেলা ও প্রদর্শনী’ হবে।পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, বেলগাছিয়া বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি হলে এটি অনুষ্ঠিত হবে।

এই বিজ্ঞান মেলায় উত্তর কলকাতা ও সংলগ্ন অঞ্চলের ৬০ টি স্কুলের ছাত্র ছাত্রীরা বিজ্ঞানের মডেল নিয়ে অংশগ্রহণ করবে।সেই ছাত্র ছাত্রীদের প্রশিক্ষণ ও উৎসাহ দিতে আজ ১৮ ফেব্রুয়ারি বেলা ১-৪টে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কিষান আবাসে হাতে কলমে বিজ্ঞান শিক্ষার কর্মশালার আয়োজন করা হয়। প্রফুল্লচন্দ্র রায় স্মারক বিজ্ঞান মেলা কমিটির সাথে পিপলস অ্যাসোসিয়েশন ফর সায়েন্স এন্ড এনভায়রনমেন্ট (পেস) এর সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়।

এই কর্মশালায় ২০টি বিদ্যালয়ের ৫০জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে। তারা বিজ্ঞানের নানা পরীক্ষা নিরীক্ষা নিজের হাতে করতে পেরে উৎসাহিত হয়। কর্মশালার শিক্ষক ছিলেন কাচরাপাড়া বিজ্ঞান দরবারের শ্রী জয়দেব দে ও শিবময় দে।

ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিতে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, কলকাতা জেলার সম্পাদক সেখ সোলেমান, বেলগাছিয়া বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক অনিন্দ্য চৌধুরী,  পেসের পক্ষ থেকে ড. সিদ্ধার্থ নারায়ণ জোয়ারদার। উপস্থিত ছিলেন বিজ্ঞান মেলার কার্যকরী সভাপতি ড. প্রদীপ দাস, সহসভাপতি শিবাজী ঘোষ, কার্যকরী কমিটির পক্ষে ড. শতাব্দী দাশ, শ্রীমতী শর্মিষ্ঠা চৌধুরী।

Published on: ফেব্রু ১৯, ২০২৩ @ ১৮:৩০

 


শেয়ার করুন