বৃষ্টি আজও অব্যাহত থাকবে, তবে আবহাওয়ার উন্নতি হবে কবে থেকে- জানিয়ে দিল হাওয়া অফিস

Main আবহাওয়া ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ২৯, ২০২১ @ ১৬:৫৬

এসপিটি নিউজ, কলকাতা, ২৯ সেপ্টেম্বর: নিম্নচাপ এলাকাটি এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের পশ্চিমাংশে অবস্থান করছে এবং সংশ্লিষ্ট ঘূর্ণিঝড়ের সঞ্চালন মধ্য-ট্রপোস্ফিয়ারিক স্তর পর্যন্ত বিস্তৃত আছে। এর ফলে আজ ২৯ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ধিত বৃষ্টির কার্যকলাপ অব্যাহত থাকতে পারে। আগামীকাল, ৩০ সেপ্টেম্বর থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিল হাওয়া অফিস।

বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ পর্যন্য গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের এইসব অঞ্চলে বৃষ্টিপাত হয়েছেঃ হলদিয়া-২২সেমি, মোহনপুর-১৯ সেমি, মেদিনীপুর, খড়গপুর, কলাইকুন্ডা- ১৭ সেমি, ডাউমন্ড হারবার, সাগরদ্বীপ- ১৫ সেমি, কাঁথি-১০ সেমি, আলিপুর, উলুবেড়িয়া-৯ সেমি, ঝাড়গ্রাম, কাকদ্বীপ-৭ সেমি, দমদম, সল্টলেক-৫ সেমি।

সতর্কতা

আজ সারাদিন বৃষ্টি অথবা বজ্রবিদ্যুতসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির তীব্রতা আজও অব্যাহত থাকবে।

বৃষ্টির সতর্কতা
২৯ সেপ্টেম্বরঃ
  • লাল সতর্কতা- ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (৭-২০ সেমি)-এর সম্ভাবনা আছে দুই মেদিনীপুর – পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
  • কমলা সতর্কতা-ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত(৭-২০ সেমি)-এর সম্ভাবনা আছে দক্ষিবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রামা এবং পুরুলিয়া জেলায়।
  • হলুদ সতর্কতা– ভারী বৃষ্টি(৭-১১ সেমি)-র সম্ভাবনা আছে দক্ষিনবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়।
৩০ সেপ্টেম্বরঃ

হলুদ সতর্কতা-ভারী বৃষ্টি(৭-১১ সেমি)-র সম্ভাবনা আছে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়।

বাতাসের সতর্কতা

পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলায় বাতাসের গতি ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ৫০ কিলোমিটার হতে পারে।

মৎস্যজীবীদের সতর্কতা: বর্ষাকাল আবহাওয়া বাতাসের গতি ৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় অতিক্রম করার কারণে, জেলেদের ২৯  সেপ্টেম্বর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Published on: সেপ্টে ২৯, ২০২১ @ ১৬:৫৬


শেয়ার করুন