আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা-দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় জানিয়ে দিল আবহাওয়া দফতর

Main আবহাওয়া দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ২৮, ২০২১ @ ১৬:৪৬

এসপিটি নিউজ, কলকাতা, ২৮ সেপ্টেম্বর:   নিম্নচাপের প্রভাব এখনও কাটেনি। ফলে বৃষ্টির সম্ভাবনা এখনও আছে। উত্তর-পূর্ব এবং তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রবাহের প্রভাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও বেশি চিহ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে।এর ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।জানিয়েছে আবহাওয়া দফতর।

পূর্বাভাসঃ আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় বৃষ্টি অথবা বজ্রবিদ্যুত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।এমনটাই জানিয়েছে কলকাতা হাওয়া অফিস।

বৃষ্টির সতর্কতাঃ

২৮ সেপ্টেম্বর,২০২১

১) লাল সতর্কতা- ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭-২০ সেন্টিমিটার)-র সম্ভাবনা আছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পগনা জেলায়।

২) কমলা সতর্কতা- ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭-২০ সেন্টিমিটার)-র সম্ভাবনা আছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রাম জেলায়।

৩) হলুদ সতর্কতা- ভারী বৃষ্টি(৭-১১ সেন্টিমিটার)-র সম্ভাবনা কলকাতা, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলায়।

২৯ সেপ্টেম্বর, ২০২১

১)লাল সতর্কতা- ভারী থেকে অতি ভারী বৃষ্টি(৭-২০ সেন্টিমিটার)-র সম্ভাবনা আছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়।

২) কমলা সতর্কতা- ভারী থেকে অতি ভারী বৃশটি(৭-২০ সেন্টিমিটার)-র সম্ভাবনা আছে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়।

৩)হলুদ সতর্কতা- ভারী বৃষ্টি(৭-১১ সেন্টিমিটার)-র সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।

বাতাসের সতর্কতা

দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় বাতাসের গতিবেগ ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ৬০ কিলোমিটারে পৌঁছতে পারে। উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলায় বাতাসের গতি ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ৫০ কিলোমিটার হতে পারে।

মৎস্যজীবীদের সতর্কতা: বর্ষাকাল আবহাওয়া বাতাসের গতি ৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় অতিক্রম করার কারণে, জেলেদের ২৮  ও ২৯  সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


শেয়ার করুন