বিবাদের মধ্যে চরম আঘাতে অচিরেই শেষ গর্ভস্থ শিশু

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-কৃষ্ণা দাস

Published on: সেপ্টে ৭, ২০১৮ @ ২০:১৭ 

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ৭ সেপ্টেম্বরঃ খুব সামান্য এক ঝামেলা যে কত বড় আকার নিতে পারে তা দেখল ভক্তিনগরের জলেশ্বরী এলাকার মানুষ। দুই প্রতিবেশীর বিবাদে এমন চরম আঘাত পেল যে অচিরেই জন্মের আগেই চিরতরে শেষ হয়ে গেল গর্ভস্থ সন্তান। ভয়াবহ নির্মম ও পাশবিক এই ঘটনা ঘটেছে ভক্তিনগর এলাকায়। দোষীদের চ্রম শাস্তির দাবি জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন অন্তঃসত্ত্বা মহিলার মা ঝর্ণা সরকার।

ঘটনার সূত্রপাত গত ১ সেপ্টেম্বর। তার আগে ঝর্ণা সরকারের পরিবারের সঙ্গে পাশের বাড়ির কাপড় মেলা নিয়ে বিবাদ চলছিল। এর মধ্যে ঝ্ররণা সরকারের বাড়িতে গাছের ডাল কাটার সময় তা গিয়ে পড়ে পাশের বাড়ির কেবলের তারে। তার ছিঁড়ে যেতেই শুরু হয় বিবাদ।পরে তা হাতাহাতির রূপ নেয়।

ঝর্ণা সরকার পুলিশে যে অভিযোগ জানিয়েছেন তা হল- ছেঁড়া তার তারা জোড়া লাগাতে গেলে তার উপর চড়াও পাশের বাড়ির প্রতিবেশীরা। সেই সময় তাকে মার খেতে দেখে তার অনঃসত্ত্বা মেয়ে ও জামাই ছুতে আসে। তখন প্রতিবেশীরা তাদেরও মারধর করে। বারন করা সত্ত্বেও উত্তেজিত প্রতিবেশীরা অনঃসত্ত্বা মেয়ের পেটে লাথি মারে। অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সে এক মৃত শিশুর জন্ম দেয়। চিকিৎকরা জানান, বড় ধরনের আঘাত পাওয়ার ফলে শিশুটি গর্ভেই মারা গেছে।

ঝর্ণা সরকারের অভিযোগ, “এর পরও দোষীরা সমানে তাদের অভিযোগ তুলে নেওয়ার হুমকি দিয়ে চলেছে। না তুললে তারা আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দেবে বলে শাসাচ্ছে।”

Published on: সেপ্টে ৭, ২০১৮ @ ২০:১৭

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

29 − 19 =