বিজেপির অপারেশন বাংলাঃ ৩ বিধায়ক পদ্ম শিবিরে, চার পুরসভার ৫০জনেরও বেশি তৃণমূল কাউন্সিলরদের দলবদল দিল্লিতে

দেশ রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

  • তৃণমূলের ২, সিপিএমের ১জন বিধায়ক যোগ দিলেন বিজেপিতে।
  • ভাটপাড়া, নৈহাটি, হালিসহর, কাঁচড়াপাড়া পুরসভার ৫০জনের বেশি তৃণমূলের কাউন্সিলরের জার্সি বদল।
  • অর্জুনের হুঙ্কার- ‘তৃণমূলকে শেষ করে দেব’

এসপিটি নিউজ, নয়া দিল্লি, ২৮মে: বারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিং জয়ী হতেই এই কেন্দ্রে তৃণমূলের ঘর ভাঙতে শুরু করে দিল। আজ মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের ৩ বিধায়ক ও ৫০ জনের বেশি কাউন্সিলর যোগ দিলেন বিজেপিতে। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গী তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন- সাত দফায় যেমন ভোট হয়েছে ঠিক তেমনই সাত দফায় বাংলার তৃণমূলের জনপ্রতিনিধিরা বিজেপিতে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনের বিরুদ্ধে সরব হবেন।

যারা যোগ দিলেন

এদিন বিজেপিতে যোগ দেন বীজপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক শুভ্রাংশু রায়, বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য ও হেমতাবাদের সিপিএম বিধায়ক দীনেন্দ্র নাথ রায়। এছাড়াও কাঁচড়াপাড়া, হালিসহর, নৈহাটি, ভাটপাড়া পুরসভার বহু তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বিজেপিতে যোগ দেন। এই চারটির মধ্যে নৈহাটি ছাড়া বাকি তিনটি বিজেপি্র দখলে চলে এসেছে। তবে নৈহাটি শুধু সময়ের অপেক্ষা।

পদ্ম শিবিরের দখলে এইসব পুরসভা

কাঁচড়াপাড়া পুরসভার পুরপ্রধান ও উপ-পুরপ্রধান সহ মোট ১৬জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বিজেপিতে যোগ দেওয়ায় ওই পুরসভা এখন কার্যত পদ্ম শিবিরের দখলে। একইভাবে হালিশহরও চলে এসেছে পদ্ম শিবিরের হাতে। একই সঙ্গে এদিন ভাটপাড়া পুরসভাও চলে এল বিজেপির হাতে। কয়েক সপ্তাহ আগে অর্জুন সিং-এর বিরুদ্ধে অনাস্তাহ এনে তাঁকে সরিয়ে তৃণমূল পুরসভাটী নিজেদের দখলে রাখতে সমর্থ হলেও লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পরেই ফের সেই পুরসভার ৮ কাউন্সিলর বিজেপিতে যোগ দেওয়ায় সংখ্যাগরিষ্ঠতার নিজীখে ভাটপাড়া পুরসভা চলে এল বিজেপির দখলে।আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন ১১জন এখন সংখ্যা দাঁড়াল ১৯জন।

অর্জুনের হুঙ্কার

বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং ভাটপাড়া পুরসভা দখল করে জানিয়েছেন- একে একে বারাকপুর লোকসভার বাকি সব কটি পুরসভা বারাকপুর, টিটাগড়, গাড়ুলিয়া এগুলি সবই বিজেপির দখলে চলে আসবে। সেই সঙ্গে অর্জুনের হুঙ্কার- ‘তৃণমূলকে শেষ করে দেব।’

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 6 =