বারুইপুর আদালতে মামলার সংখ্যা আড়াই লক্ষ, বিচারক মাত্র ১০জন

রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ১, ২০১৮ @ ২২:৪৩

এসপিটি নিউজ, বারুইপুর, ১ সেপ্টেম্বরঃ রাজ্যে বিচার ব্যাবস্থার পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। বারুইপুর আদালতে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে এক আইনজীবীর প্রশ্নের জবাবে হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, “বারুইপুর আদালতে আড়াই লক্ষ মামলা, ১০ জন বিচারক ,যা অসম্ভব । আমাদের রাজ্যে ১ হাজার ১৩ জন বিচারক আছে । অতিরিক্ত ১৭০০ বিচারক লাগবে ।কিন্তু তার পরিকাঠাম কোথায়?

শনিবার বিকালে রাজ্যে প্রথম পাইলট পর্যায়ে বারুইপুর আদালতে সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে পাঁচ তলার ভিত সম্পন্ন তিন তলার কোর্ট কমপ্লেক্স ভবনের শিলান্যাস করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য।তিনি বলেন, “বারুইপুর আদালতে দীর্ঘদিনের দাবি মেনেই আরও দুটি অতিরিক্ত জেলা জজ আদালত ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হতে চলেছে। এর অনুমোদন হয়ে গিয়েছে।”

প্রধান বিচারপতি আরও বলেন, “বারুইপুরের পাশাপাশি ডায়মন্ড হারবার ,কাকদ্বীপ আদালতে  নতুন ভবন হবে। আগে বারুইপুরে উকিল, মুহুরিদের জায়গা ছিল না। এই নতুন ভবনের এক তলায় প্রতিবন্ধী থেকে শুরু করে দুই তলায় ল’ক্লার্ক , মুহুরি ,আইনজীবী আর সাক্ষীদের জন্য নির্মিত হতে চলেছে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জোনাল জজ তথা কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত, জেলা আদালতের বিচারপতি রবীন্দ্র নাথ সামন্ত ,বারুইপুর মহকুমা আদালতের বার এ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী হাফিজুর রহমান, পুর চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী।

এদিন বারুইপুর আদালতের আইনজীবীরা প্রধান বিচারপতির কাছে আদালতে পোষ্ট অফিসের আবেদন করেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলে আশ্বাস দেন।

Published on: সেপ্টে ১, ২০১৮ @ ২২:৪৩

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 4 =