ঘূর্ণিঝড় ‘ইয়াস’ দীঘা থেকে ৪৩০ কিমি দূরে, গতিপথ অপরিবর্তিত রেখে শক্তি বাড়িয়েই চলেছে

আবহাওয়া দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: মে ২৫, ২০২১ @ ১২:০৯

এসপিটি নিউজ, কলকাতা, ২৫ মে:   গত দু’দিন ধরে আবহাওয়ার বড় ধরনের কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি। গতকাল কিছু এলাকায় হালকা থেকে মাঝা ধরনের বৃষ্টিপাত হয়েছে। তবে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এখনও পর্যন্ত তার গতিপথ কিন্তু বদলায়নি। র তাই আবহাওয়া দফতর ওড়িশা ও পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় রেড ও অরেঞ্জ সতর্কতা জারি করেছে।

ঘূর্ণিঝড় ইয়াস গত ছয় ঘণ্টায় পূর্বমধ্য বঙ্গোপাসাগর থেকে ঘণ্টায় ১০ কিমি বেগে উত্তরপশ্চিম দিকে চলে যায়। এরপর বাতাসে তার গতি বাড়িয়ে আজ ভোর সাড়ে পাঁচটা অবধি পূর্বমধ্য ও সংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে ওড়িশার পারাদীপ থেকে  প্রায় ৩২০ কিমি দক্ষিণ-দক্ষিণ পূর্বে, বালাসোর থেকে ৪৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, দীঘার থেকে ৪২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৪৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করে।

য়াবহাওয়া দফতরের কাছে এখনও পর্যন্ত যা খবর, সেই সূত্র অনুযায়ী ঘূর্ণিঝড় ‘ইয়াস’  সম্ভবত উত্তর-উত্তর-পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি আরও তীব্রতর ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। তখন এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে, আরও শক্তি বাড়াতে থাকবে এবং উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের নিকটবর্তী উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছবে, ২৬ মে বুধবার ভোরে অবধি চাঁদবালি-ধমরা বন্দরের খুব নিকটবর্তী স্থানে থাকবে। ২৬ মে বুধবার দুপুরের সময় বালাসোরের আশপাশে পারাদীপ এবং সাগর দ্বীপের মধ্যবর্তী উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলটি অতিক্রম করার খুব সম্ভাবনা রয়েছে। তখন ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মারাত্মক আকার ধারণ করতে পারে।

রেড ওয়ার্নিং জারি পূর্ব মেদিনীপুরে

২৬ মে সকাল থেকে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ তার শক্তি বাড়িয়ে যাবে। এজন্য পশ্চিমবঙ্গে এক্মাত্র পূর্ব মেদিনীপুর জেলায় রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। কারণ, এদিন সকাল থেকে এটি ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে ধাবিত হবে। এরপর তা ১১০ কিমি প্রতিউ ঘণ্টায় শক্তি বাড়াবে। এরপর এটি ৯০-১২০ কিমি প্রতি ঘণ্টায় তীব্র আকার নেবে । তারপর তার গতি ঘণ্টায় ১২০ কিমি হবে।

অরেঞ্জ ওয়ার্নিং

ঘূর্নিঝড় ‘ইয়াস’ এখন উত্তর বঙ্গোপাসাগর সংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপাসাগর সহ উত্তর অন্ধ্রপ্রদেশ-ওড়িশা-পশ্চিমবঙ্গ- বাংলাদেশের উপকূলে প্রতি ঘণ্টায় ৪০-৫০কিমি বেগে গতি বাড়িয়ে চলেছে। তা প্রতি ঘণ্টায় ৬০ কিমি হচ্ছে। াজ বেলা বাড়ার সাথে সাথে এটি তার গতি আরও বাড়িয়ে যাবে। এটি আগামিকাল সকাল থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকা ও পশ্চিম মেদিনীপুরে ঘন্টায় ১১০ কিমি বেগে ধাবিত হবে। এইসময় এলাকার মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। কলকাতা, ঝাড়গ্রাম, নদিয়া, বাঁকুড়া, হাওড়া ও হুগলিতে ভূমিধসের সম্ভাবনা আছে। এছাড়া ২৬ তারিখ সন্ধ্যা থেকে ২৭ তারিখ সকাল পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রতি ঘণ্টায় ৭৫ কিমি বেগে ঝোড়ো বাতাস বইবে।

Published on: মে ২৫, ২০২১ @ ১২:০৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

37 − = 31