বাংলায় এনআরসি হবে না, কেউ ঘর ছেড়ে পালাবেন না-বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Main দেশ রাজ্য
শেয়ার করুন

  • বাংলায় আমি কোনওদিন এনআরসি চালু করতে দেব না।
  • ভারতের স্বাধীনতা আন্দোলনে মেদিনীপুরের অবদানের কথা মানুষ কোনওদিন ভুলবে না।
  • আসলে বাংলায় এনআরসি-র নাম করে চক্রান্ত করছে কিছু মানুষ।
  • “১০ বছর অন্তর জনগণনার কাজ হয়।সেই কাজ শুরু হয়েছে।”
  • “আপনারা আপনাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করুন।” বলেন মুখ্যমন্ত্রী।

সংবাদদাতা– বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

 Published on: সেপ্টে ২৪, ২০১৯ @ ২৩:৪৩

এসপিটি নিউজ, ঘাটাল, ২৪ সেপ্টেম্বর: বন্যা হলে সেই বন্যার জল হিন্দু, মুসলিম, খ্রিস্টান স্কলের বাড়িতেই ঢোকে, কারও বাড়ি বাদ যায় না। ঠিক তেমনি কোনও জায়গায় আগুন লাগলে সেই আগুন থেকে সেই স্থানের কেউ ছাড় পায় না, আগুনের লেলিহান শিখা সকলকেই দগ্ধ করে- তাই বলছি, আগুন নিয়ে খেলা বন্ধ করুন, এনআরসি নিয়ে চক্রান্ত ছড়ানো বন্ধ করুন। অশান্তি বাঁধানোর চেষ্টা করবেন না। করলে আপনারাও কিন্তু ছাড় পাবেন না। মঙ্গলবার ঘাটালের বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের ২০০তম জন্মবার্ষিকী উৎসবে এসে নাম না করে এভাবেই বিজেপিকে বিঁধলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলায় এনআরসি নিয়ে রাজ্যবাসীকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন- বাংলায় কোনও এনআরসি হবে না। বাংলায় কাউকে ঘর ছেড়ে পালাতে হবে না। বাংলায় আমি কোনওদিন এনআরসি চালু করতে দেব না। ভারতের স্বাধীনতা আন্দোলনে মেদিনীপুরের অবদানের কথা মানুষ কোনওদিন ভুলবে না। পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করতে মেদিনীপুরের মানুষ প্রাণ বলিদান দিয়েছিল। তাই স্বাধীন ভারতবর্ষে বসবাস করে কেউ পরাধীন থাকতে চায় না। আসলে বাংলায় এনআরসি-র নাম করে চক্রান্ত করছে কিছু মানুষ। আপনারা এসব বিশ্বাস করবেন না। যারা বাংলার কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি জানেন না তারাই বাংলায় এনআরসি চালু করার চক্রান্ত করছে। আমি বলছি, কাউকে বাংলা ছেড়ে যেতে হবে না।”

জনগণনার সঙ্গে এনআরসি-কে গুলিয়ে ফেলবেন না- মুখ্যমন্ত্রী

“১০ বছর অন্তর জনগণনার কাজ হয়।সেই কাজ শুরু হয়েছে। এটা সরকারি একটা প্রক্রিয়া। আপনারা আপনাদের নাম ভোটার তালিকায় অন্ত্ররভুক্ত করুন। অনেকের নাম ভোটার তালিকায় থাকে। আবার নতুন ভোটারদের নাম তোলা হয় তালিকায়। এছাড়াও অনেকের নাম থাকলেও কোনও কারণে বাদ চলে যাওয়ায় সেটাও তালিকায় অন্তর্ভুক্ত করতে হয়। সেই তালিকা ধরে সরকারি প্রতিনিধি দল আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের নাম, ঠিকানা, বাড়িতে কতজন থাকেন, তাদের বয়স এসমস্ত কিছু নথিভুক্ত করেন।আমাদের রাজ্যের জনসংখ্যা শেষ জনগণনা অনুসারে ৯ কোটির কিছু বেশি ছিল। এবারে হয়তো তা ১০ কোটি ছাড়িয়ে যাবে। তাই বলছি, এর সঙ্গে এনআরসি-র কোনও সম্পর্ক নেই। অযথা কেউ গুজব ছড়াবেন না। এজন্য কাউকে ভিটে ছাড়া হতে হবে না। বাংলায় সকলেই সুখে ও শান্তিতে বসবাস করবেন। আমরা সকলেই এক সঙ্গে থাকবো।” বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নাম না করে বিজেপিকে হুঁশিয়ারি মমতার

বিদ্যাসাগরের ২০০তম জন্মদিবস উদযাপন কর্মসূচিতে এসে মুখ্যমন্ত্রীর আশ্বাসবানী- “বাংলায় এনআরসি হবে না।বিদ্যাসাগরের পুণ্যভূমিতে দাঁড়িয়ে আসুন আমরা শপথ নিই- বাংলা যেন সুখে ও শান্তিতে থাকে। আর বাংলায় এনআরসি-র নাম করে যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে বলি- আমার বাড়িতে বন্যার জল ঢুকলে কিন্তু আপনার বাড়ি বাদ যাবে না। আগুন নিয়ে খেলা বন্ধ করুন। বাংলার মানুষ শান্তিতে থাকতে চায়, তাদের শান্তি কেড়ে নেবেন না।বাংলায় এনআরসি হবে না। কেউ ঘর ছেড়ে পালাবেন না।”

Published on: সেপ্টে ২৪, ২০১৯ @ ২৩:৪৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 2 =