বিধানসভা ভোটের দিকে তাকিয়ে তৃণমূলে বড় ধরনের রদবদল

Main রাজ্য
শেয়ার করুন

গোটা রাজ্যে সাংগঠনিক স্তরে দলকে ঢেলে সাজালেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক জেলায় আনা হয়েছে নতুন মুখ। নিযুক্ত করা হল একাধিক কো-অর্ডিনেটর।

প্রদেশ তৃণমূল যুব কংগ্রেসে শুধুমাত্র সাধারণ সম্পাদক ও সম্পাদক পদেই ৩০জনকে বসানো হয়েছে। যা সত্যিই নজরে পড়ার মতো ঘটনা।

ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা হয়েছেন হাওড়া আর্বান জেলার তৃণমূলের জেলা সভাপতি।  

Published on: জুলা ২৩, ২০২০ @ ২০:৫৬

Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ:  তৃণমূল কংগ্রেসের নতুন রাজ্য সমন্বয় কমিটি ঘোষণা করা হল। ঘোষণা করা হল দলের সমন্বয় কমিটি, রাজ্য কমিটি, স্টিয়ারিং কমিটি ও জেলা কমিটির নামও। বেশ কয়েকটি জেলায় সভাপতি পদে নিয়ে আসা হয়েছে নতুন মুখ। সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই দলের সাংগঠনিক পদে বেশ বড়সর রদবদল ঘটানো হল।

নয়া রাজ্য সমন্বয় কমিটি-যারা স্থান  পেলেন

পুরুলিয়া জেলার তৃণমূলের নতুন জেলা সভাপতি হলেন গুরুপদ টুডু। বাঁকুড়া জেলার নতুন সভাপতি শ্যামল সাঁতরা। কোচিহারের নতুন সভাপতি হলেন পার্থ প্রতিম রায়। ঝাড়গ্রামের নতুন জেলা সভাপতি দুলাল মুর্মু। নদিয়ার নতুন জেলা সভাপতি করা হয়েছে মুহুয়া মৈত্রকে।একুশ জনের রাজ্য সমন্বয় কমিটিতে যাদের রাখা হয়েছে তারা হলেন- সুব্রত বক্সী, পার্থ চ্যাটার্জি, সুব্রত মুখার্জি, কল্যাণ ব্যানার্জি, শুভেন্দু অধিকারি, অভিষেক ব্যানার্জি, সাধন পান্ডে, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, গৌতম দেব, কাকলি ঘোষ দস্তিদার, শান্তা ছেত্রী, অর্পিতা ঘোষ, নাদিমূল হক, হিতেন বর্মন, মমতা ঠাকুর, মৃগাঙ্ক মাহাতো, বিবেক গুপ্তা, দেবু টুডু, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেকও ব্রায়েন।মোট ৩৯জনের নয়া রাজ্য কমিটির নাম ঘোষণা করা হয়েছে। ঘোষণা করা হয়েছে ৫৮জনের রাজ্য কোর কমিটির সদস্যদের নামও।

স্টিয়ারিং কমিটিতে যারা এলেন   

সাতজনের স্টিয়ারিং কমিটিতে রাখা হয়েছে লোকসভা ও রাজ্যসভার চারজন সদস্য ও রাজ্য মন্ত্রিসভার তিন সদস্যকে। তারা হলেন-সুব্রত বক্সী, পার্থ চ্যাটার্জি, কল্যাণ ব্যানার্জি, শুভেন্দু অধিকারি, অভিষেক ব্যানার্জি, ফিরহাদ হাকিম ও শান্তা ছেত্রী।

নতুন জেলা কমিটি

তৃণমূল কংগ্রেসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনা ও অনুপ্রেরণায় এই নয়া কমিটি ঘোষণা করে তারা সন্তুষ্ট। প্রত্যেক জেলা কমিটির সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে তারা সাতদিনের মধ্যে তার জেলার জেলা ও ব্লক কমিটি গঠন করে রাজ্য সমন্বয় কমিটির অনুমোদন নিয়ে তা কর্যকর করবেন। এবার দেখে নেওয়া যাক- জেলাগুলিতে নয়া সভাপতি, চেয়ারম্যান, কো-অর্ডিনেটরদের নাম।

  • আলিপুরদুয়ার: চেয়ারম্যান-দশরথ তিরকে, সভাপতি-মৃদুল গোস্বামী, দু’জন কো-অর্ডিনেটর হলেন-প্রকাশ চিকবরাইক ও পাসাং লামা।
  • কোচবিহারঃ চেয়ারম্যান-বিনয় কৃষ্ণ বর্মন, সভাপতি- পার্থ প্রতিম রায়, দু’জন কো-অর্ডিনেটর হলেন উদয়ন গুহ ও অর্ঘ্য রায় প্রধান।
  • জলপাইগুড়িঃ চেয়ারম্যান-খগেশ্বর রায়, সভাপতি কিষান কুমার কল্যাণী, দু’জন কো-অর্ডিনেটর হলেন চন্দন ভৌমিক ও মিতালি রায়।
  • দার্জিলিং: চেয়ারম্যান কাউকে করা হয়নি। সভাপতি- রঞ্জন সরকার, কো-অর্ডিনেটর- নিখিল সাহানি।
  • উত্তর দিনাজপুরঃ চেয়ারম্যান- অমল আচার্য্য, সভাপতি- কানাইয়ালাল আগরওয়াল, দু’জন কো-অর্ডিনেটর হলেন- মনোদেব সিনহা ও মোসারফ হুসেন।
  • দক্ষিণ দিনাজপুরঃ চেয়ারম্যান- শঙ্কর চক্রবর্তী , সভাপতি- গৌতম দাস, দু’জন কো-অর্ডিনেটর হলেন- সুভাষ চাকী ও ললিতা টিজ্ঞা।
  • মালদাঃ চেয়ারম্যান- ড. মোয়াজ্জেম হোসেন, সভাপতি- মৌসম নূর, তিনজন কো-অর্ডিনেটর হলেন মানব ব্যানার্জি, দুলাল সরকার ও অম্লান ভাদুড়ি।
  • মুর্শিদাবাদঃ চেয়ারম্যান-সুব্রত সাহা, সভাপতি-আবু তাহের খান, চারজন কো-অর্ডিনেটর হলেন- অশোক দাস, খলিলুর রহমান, অরিত মজুমদার ও সৌমিক হোসেন।
  • নদিয়াঃ চেয়ারম্যান-উজ্জ্বল বিশ্বাস, সভাপতি-মহুয়া মৈত্র, তিনজন কো-অর্ডিনেটর হলেন- নাসিরুদ্দিন আহমেদ, দীপক বসু ও আবীর রঞ্জন বিশ্বাস।
  • বীরভূমঃ চেয়ারম্যান- আশীষ ব্যানার্জি, সভাপতি- অনুব্রত মন্ডল, দু’জন কো-অর্ডিনেটর- অসিত মাল ও অভিজিৎ সিংহ।
  • বাঁকুড়াঃ চেয়ারম্যান- শুভাশীষ বটব্যাল, সভাপতি- শ্যামল সাঁতরা, তিনজন কো-অর্ডিনেটর হলেন- সুব্রত দড়িপা, গুরুপদ মেটে ও মৃত্যুঞ্জয় মুর্মু।
  • ঝাড়গ্রামঃ চেয়ারম্যান- বিরবাহ সোরেন টুডু, সভাপতি- দুলাল মুর্মু, দু’জন কো-অর্ডিনেটর হলেন উজ্জ্বল দত্ত ও অজিত মাহাতো।
  • পশ্চিম বর্ধমানঃ চেয়ারম্যান- মলয় ঘটক, সভাপতি-জীতেন্দ্র তেওয়ারি, দু’জন কো-অর্ডিনেটর হলেন হরেরাম সিং ও বিশ্বনাথ পাড়িয়াল।
  • পশ্চিম মেদিনীপুরঃ চেয়ারম্যান- দীনেন রায়, সভাপতি- অজিত মাইতি, তিনজন কো-অর্ডিনেটর হলেন- মানস রঞ্জন ভুইঞা, শিউলি সাহা ও প্রদীপ সরকার।
  • পূর্ব বর্ধমানঃ চেয়ারম্যান-মমতাজ সঙ্ঘমিত্রা, সভাপতি-স্বপন দেবনাথ, তিনজন কো-অর্ডিনেটর হলেন- উজ্জ্বল প্রমাণিক, সুভাষ মণ্ডল ও অলোক মাজি।
  • পুরুলিয়াঃ চেয়ারম্যান- শান্তিরাম মাহাতো, সভাপতি- গুরুপদ টুডু, তিনজন কো-অর্ডিনেটর হলেন- সুজয় ব্যানার্জি, সুষেন মাঝি ও মীনু বাউড়ি।
  • কলকাতা উত্তরঃ চেয়ারম্যান- সুদীপ বন্দ্যোপাধ্যায়, সভাপতি কাউকে করা হয়নি। তিনজন কো-অর্ডিনেটর হলেন-নয়না বন্দ্যোপাধ্যায়, অতীন ঘোষ ও জীবন সাহা।
  • কলকাতা দক্ষিণঃ চেয়ারম্যান- সুব্রত মুখার্জি, সভাপতি-দেবাশীষ কুমার, দু’জন কো-অর্ডিনেটর হলেন- রত্না শুর ও বৈশ্বানর চট্টোপাধ্যায়।
  • দক্ষিণ ২৪ পগনাঃ চেয়ারম্যান- চৌধুরী মোহন জাটুয়া, সভাপতি-শুভাশীষ চক্রবর্তী, তিনজন কো-অর্ডিনেটর হলেন- মন্টুরাম পাখিরা, দিলীপ মন্ডল ও প্রেশ রাম দাস।
  • উত্তর ২৪ পরগনাঃ চেয়ারম্যান- নির্মল ঘোষ, সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক, পাঁচ জন কো-অর্ডিনেটর হলেন- দীনেশ ত্রিবেদি, পার্থ ভৌমিক, দেবেশ মন্ডল, নারায়ন গোস্বামী ও গোপাল শেঠ।
  • হাওড়া আর্বানঃ চেয়ারম্যান-অরূপ রায়, সভাপতি লক্ষ্মীরতন শুক্লা, কো-অর্ডিনেটর হলেন রাজীব ব্যানার্জি।
  • হাওড়া রুরালঃ চেয়ারম্যান- কালীপদ মন্ডল, সভাপতি- পুলক রায়, দু’জন কো-অর্ডিনেটর হলেন- সমীর পাঁজা ও অরুণাভ সেন।
  • হুগলিঃ চেয়ারম্যান- রত্না দে নাগ, সভাপতি- দিলীপ যাদব, দু’জন কো-অর্ডিনেটর হলেন- অপরূপা পোদ্দার, স্নেহাশীষ চক্রবর্তী ও বেচারাম মান্না।
  • পূর্ব মেদিনীপুরঃ চেয়ারম্যান- শিশির অধিকারি, সভাপতিও তাঁকেই করা হয়েছে। তিনজন কো-অর্ডিনেটর হলেন- অখিল গিরি, অর্ধেন্দু মাইতি ও আনন্দময় অধিকারি।

একই সঙ্গে পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল যুব কংগ্রেসেরও নতুন কমিটি ঘোষণা করা হয়। প্রদেশের সভাপতি অভিষেক ব্যানার্জি যে কমিটি গঠন করেছেন সেখানে সহ-সভাপতি রাখা হয়েছে পাঁচজনকে। তারা হলেন- সোহম চক্রবর্তী, শান্তনু ব্যানার্জি, দেবনাথ হাঁসদা, সুপ্রকাশ গিরি ও অর্পন সাহা। একই সঙ্গে কমিটিতে ১৫ জন করে সাধারণ সম্পাদক ও সম্পাদক রাখা হয়েছে। ঘোষণা করা হয়েছে নতুন জেলা যুব সভাপতিদের নামও।

Published on: জুলা ২৩, ২০২০ @ ২০:৫৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

48 − 41 =