রাস্তায় এত বড় ফাটল! বাড়ছে বিপদের আশঙ্কা

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

Published on: এপ্রি ১৫, ২০১৯ @ ২১:৩২

এসপিটি নিউজ, ঘাটাল, ১৫ এপ্রিলঃ শুরু হয়েছে লোকসভার ভোট। সব রাজনৈতিক দলের প্রচার এখন তুঙ্গে। আর এর মধ্যে আবার এক বিপদ সামনে এল পশ্চিম মেদিনীপুর জেলায়। ঘাটাল-চন্দ্রকোনা রোডে বেড়ে চলেছে ফাটল। আর তা নিয়েই বাড়ছে আশঙ্কা।

ফাটলের নানা কারণ খাড়া করছে সাধারণ মানুষ

1) সোমবার সকালে জলসরা হাইস্কুলের কাছে ঘাটাল-চন্দ্রকোনা রোডে পিচ রাস্তায় দেখা যায় ফাটল। ক্রমে এই ফাটল বেড়ে চলেছে। কিভাবে এমন ফাটল দেখা দিল তা নিয়ে এলাকার মানুষের মধ্যে শুরু হয়েছে জল্পনা। এক একজন একরকম যুক্তি খাড়া করছে।

2) কেউ বলছে- রাস্তায় অতিরিক্ত পণ্য পরিবহনের কারণে এই ফাটল। আবার কেউ বলছে-রাস্তার পাশে একটি পুকুরকে ১০০ দিনের কাজে খনন শুরু হয়েছে। সেজন্য এমন ফাটল হতে পারে। প্রশাসন অবশ্য এসব কোনও কারণকেই সমর্থন করছে না। মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, পূর্ত দফতর সড়কের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের প্রতিনিধি দল সব দিক খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।

3) ইতিমধ্যে এই রাস্তায় যান চলাচল ধীর গতিতে চলাচল করছে। ট্রাফিক পুলিশ সদা সতর্ক। তারা পত চলতি মানুষের পাশে থেকে সব রকমের প্রয়োজনীয় সাহায্য করছেন।

Published on: এপ্রি ১৫, ২০১৯ @ ২১:৩২

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 9 = 16