বাঁকুড়া জেলা পুলিশের নয়া উদ্যোগঃ চালু হল ‘বিষ্ণুপুর ট্যুরিস্ট পুলিশ’

Main ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ২০, ২০২১ @ ২১:২৯

এসপিটি নিউজ, বাঁকুড়া, ২০ ডিসেম্বর:   পশ্চিমবঙ্গে পর্যটনের মানচিত্রে বাঁকুড়া সবসময়ই বিশেষ জায়গা জুড়ে আছে। শীতের মরশুমে পর্যটকদের ভিড় সচরাচর লেগেই থাকে। এত দিন সেই ভিড় সামলানোর দায়িত্বে থাকতে হত স্থানীয় পুলিশ স্টেশনকে। কিন্তু এখন থেকে পর্যটকদের নিরাপত্তা থেকে শুরু করে তাদের সুবিধা-অসুবিধা নানা বিষয়ে দেখভালের জন্য দায়িত্বে আনা হল ট্যুরিস্ট পুলিশকে। গতকাল থেকে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে পথ চলা শুরু করল ‘বিষ্ণুপুর ট্যুরিস্ট পুলিশ’।

বিশ্ববিখ্যাত টেরাকোটার জন্য প্রসিদ্ধ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর এলাকা। এই অঞ্চলজুড়ে রয়েছে একাধিক দর্শনীয় স্থান। শীতের সাদা ক্যানভাসে ফুটে উঠেছে মন্দির নগরী বিষ্ণপুর। টেরাকোটার রাসমঞ্চ, পাঁচচূড়ার শ্যাম রাই মন্দির, জোড়বাংলা মন্দির, মদন মোহন মন্দির আর মাকড়া পাথরের তৈরি জোড় শ্রেণীর মন্দির, দলমাদল কামান, ছিন্নমস্তা মন্দির আর লালবাঁধের প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে সেই ক্যানভাসে। বালুচরি, স্বর্ণচরি আর পোড়ামাটির গহনার রঙে রঙিন হয়েছে পোড়ামাটির হাট।

বাঁকুড়া পুলিশ ট্যুইট করে জানিয়ছে, ভ্রমণ পিপাসুদের কাছে বিষ্ণুপুর একটি দারুণ গন্তব্যস্থল। তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নিয়োজিত হল এলাকাভিত্তিক মোটরসাইকেল মোবাইল। চালু করা হল সর্বক্ষণের জন্য একটি মোবাইল নম্বর- ৭৮৬৬৮২৫২২৩।

Published on: ডিসে ২০, ২০২১ @ ২১:২৯


শেয়ার করুন