বাঁকুড়ায় শিলাবতী নদীর জলে ভাসছে ব্রিজ, ১০টি গ্রামে বন্যার শঙ্কা

Main
শেয়ার করুন

Published on: আগ ২৩, ২০২০ @ ১৭:০৬

এসপিটি নিউজ, বাঁকুড়া,২৩ আগস্ট: প্রবল বর্ষায় এবছর ফের বাঁকুড়ার শিলাবতী নদীর জল উপছে পড়ে বন্যা পরস্থিতি তৈরি করেছে। শিলাবতী নদীর জলের ভাসছে পাথরডাঙা এলাকার একটি ব্রিজ। মানুষজন বিপজ্জনকভাবে সেতু পারাপার করছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, শিলাবতী নদীর জল উপচে পড়ায় আশপাশের ১০টি গ্রাম বন্যার মুখোমুখি হয়েছে। প্রসঙ্গত প্রতি বছরেই এই বর্ষাকালে পাথরডাঙা এলাকায় এই শিলাবতী নদীর জল ফুলেফেঁপে ওঠে। ফলে নদীর উপরের এই ব্রিজটি প্রতিবারই বর্ষার সময় নদীর জলের ভেসে যায়। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, সরকার আসে সরকার চলেও যায়। কিন্তু তাদের এই বন্যা পরস্থিতি বছরের পর বছর একই রকম থেকে যায়। নেতার ভোটের সময় আশ্বাস দেয় ঠিকই কিন্তু তা শুধুই ভোটের দিকে তাকিয়ে, তাতে ফল যে কি হতে পারে তা তো চোখের সামনেই দেখছেন।

Published on: আগ ২৩, ২০২০ @ ১৭:০৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

83 + = 87