স্যালুট আইটিবিপিঃ আহত মহিলাকে উদ্ধার করে ঝুঁকিপূর্ণ ৪০কিমি দুর্গম পথে ১৫ ঘণ্টা স্ট্রেচারে করে নিয়ে এলেন জওয়ানরা

Main দেশ
শেয়ার করুন

Published on: আগ ২৩, ২০২০ @ ১৬:৩৬

এসপিটি নিউজ ডেস্ক: সাহস, দৃঢ়তা আর নিষ্ঠার সঙ্গে ইন্দো তিবেটিয়ান বর্ডার পুলিশের জওয়ানরা আজ যে কাজ করলেন তা দেখে আমাদের সকল দেশবাসী তাদের একবার স্যালুট না জানিয়ে পারবেন না। সত্যিই আমরা গর্বিত যে আমাদের দেশে এমন সব কর্মঠ-বীর সাহসী যুবক আছে তাই ভারত আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আইটিবিপি এমন কাজ এর আগেও করেছে তবে এদিনের কাজের ভিডিও আইটিবিপি-র থেকে দেখতে পাওয়ায় তাদের দক্ষতা আবারও উঠে এসেছে চোখের সামনে। কিভাবে কত কঠিন পরিস্থিতিতে তারা এক আহত মহিলাকে উদ্ধার করে নিয়ে এল তা না দেখলে বিশ্বাস করাই কঠিন হয়ে যাবে।বন্যায় প্লাবিত পাহাড়ি নদী-নালা। রাস্তা ভেঙে গিয়েছে। ভূমিধসে ঝুঁকিপূর্ণ হয়ে আছে বিস্তীর্ণ এলাকা। এই পরিস্থিতিতে আহত মহিলাকে উদ্ধার করে নিয়ে আসার একমাত্র অবলম্বন স্ট্রেচার। আর তা করতে পারে আইবিপি-র জওয়ানরা। ফলে তারাই এই কঠিন কাজে হাত লাগান।টানা ৪০ কিলোমিটার দুর্গম পাহাড়ি পথে ১৫ ঘণ্টা স্ট্রেচারে করে আহত মহিলাকে পিথোরাগরের প্রত্যন্ত গ্রাম লাসপা থেকে মুন্সিয়ারি রোড পর্যন্ত নিয়ে আসেন। বর্তমানে ওই আহত মহিলা হাসপাতালে চিকিৎসাধীন এবং স্থিতিশীল আছেন।

Published on: আগ ২৩, ২০২০ @ ১৬:৩৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

77 − 72 =