মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরূপ দুর্গা প্রতিমা বাগুইআটির মন্ডপে

Main ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: অক্টো ৭, ২০২১ @ ২১:০০

এসপিটি নিউজ, কলকাতা, ৭ অক্টোবর: করোনা মহামারীর পর এবার দুর্গাপুজোয় মেতেছে পশ্চিমবঙ্গবাসী। শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। কে কত নতুন চমক দেখাতে পারে তা নিয়ে শুরু হয়ে গিয়েছে প্রতিদ্বন্দ্বিতা। এবার সেই লড়াইয়ে নজর কেড়েছে বাগুইআটির একটি পুজো কমিটি। যারা এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরূপ একটি দুর্গা প্রতিমা স্থাপন করেছে তাদের অভিনব মন্ডপে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, কলকাতার একটি প্যান্ডেলে আয়োজকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরূপ একটি দুর্গা প্রতিমা স্থাপন করেছে। বাগুইআটি নহরুল পার্ক উন্নয়ন সমিতির সভাপতি ইন্দ্রনাথ বাগুই সংবাদ সংস্থাটিকে জানিয়েছেন-“প্রতিমার প্রতিটি হাত তার সরকারের উদ্যোগ যেমন-লক্ষ্মী ভান্ডার এবং অন্যান্য প্রকল্পগুলিকে তুলে ধরেছে।”

ছবিতে দেখা যাচ্ছে যে বিশ্ববাংলা লোগোর সামনে হাত জোড় করে দাঁড়িয়ে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরূপ এক মহিলার মূর্তি, যার দুই দিকে লেকাহ আছে রাজ্য সরকারের প্রকল্পগুলির নাম- ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মী ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, রূপশ্রী। সেই মূর্তির নীচে বসে থাকা অবস্থায় কয়েকটি শিশু।

Published on: অক্টো ৭, ২০২১ @ ২১:০০


শেয়ার করুন