বন্যা দেখতে গিয়ে বাইক নিয়ে খালে তলিয়ে গেল এক স্কুলছাত্র, বিডিওকে ফোন করেও মিলল না সাড়া

Main রাজ্য
শেয়ার করুন

Reporter: Biswajit Pande
Published on: আগ ২৮, ২০২০ @ ১৫:২৭

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ২৮ আগস্ট:   টানা বৃষ্টিতে এখন বহু এলাকা জলে ভাসছে। বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে অনেক জায়গায়। অতি উৎসাহী তিন স্কুল ছাত্র তাই বাইক নিয়ে গতকাল বৃহস্পতিবার বন্যা দেখতে বেরিয়েছিল। কিন্তু তাদের সেই ইচ্ছা আর পূরণ হল না। শেষে খালের জলেই বাইক সমেত পড়ে গেল তারা। দুজনকে কোনওক্রমে উদ্ধার করা সম্ভব হলেও বাকি একজনকে পাওয়া যায়নি। মেলেনি বাইকটিকেও।বিডিওকে বারে বারে ফোন করেও মেলেনি সাড়া।ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বাঁশি খাল এলাকায় এই ঘটনাকে ঘিরে দেখে দিয়েছে চাঞ্চল্য।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাঁকরাইল ব্লকের কুকড়াখুপি এলাকার তিন কিশোর বাইকে চেপে সুবর্ণরেখা নদীতে বন্যা দেখতে গিয়েছিল। দশম শ্রেণির স্কুলছাত্র শম্ভু মাইতিতার দুই মাসির ছেলেকে সঙ্গে নিয়ে সাঁকরাইল ব্লকের বাঁশি খাল এলাকায় গিয়েছিল। কিন্তু আচমকাই তারা বাইক নিয়ে খালের জলে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে কোনওক্রমে দুই জনকে উদ্ধার করে। কিন্তু শম্ভু মাইতি ও তাদের বাইকটিকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার সময় ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দারা বিডিও, পুলিশকে বিষয়টি জানায়। কিন্তু বিডিওকে বারে বারে ফোন করেও সত্ত্বেও তিনি কোনও ব্যবস্থা নেননি বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। সাড়ে তিন ঘণ্টা ধরে চলে এই তামাশা। বাসিন্দাদের দাবি, সময় মতো বিডিও যদি ব্যবস্থা নিতেন তাহলে হয়তো ছেলেটিকে বাঁচানো যেত। কারণ খালের জলে এত স্রোত ছিল সাড়ে তিন ঘণ্টায় পরিস্থিতি অনেক দূর গড়িয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে  পুলিশ প্রশাসনের আধিকারিকরা। অবশেষে এনডিআরএফএর প্রতিনিধি দল ঘটনাস্থলে এসে ওই স্কুল পড়ুয়ার খোঁজে তল্লাশি অভিযান শুরু করে।

জানা গিয়েছে, তলিয়ে যাওয়া কিশোর দশম শ্রেণিতে পড়াশোনা করত। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর মায়ের সাথে মামা বাড়িতে থাকত। কিন্তু মর্মান্তিক ঘটনার খবর পৌঁছতেই গ্রামে শোকের ছায়া নেমে আসে। রাত পর্যন্ত তল্লাশি অভিযান চালিয়েও উদ্ধার করা যায়নি ওই স্কুলপড়ুয়া এবং বাইকটিকে।

Published on: আগ ২৮, ২০২০ @ ১৫:২৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

30 − = 24